ISL 2021: ফিরতি ডার্বি ২৯ জানুয়ারি, ফের ATK Mohun Bagan-এর সামনে SC East Bengal
মরসুমে জোড়া ডার্বি জয়ের লক্ষ্যে সবুজ-মেরুন।
নিজস্ব প্রতিবেদন: চলতি আইএসএল-এ ( ISL 2021) কলকাতা ডার্বি। এ বার শীতের আমেজে উষ্ণতা ছড়াতে জানুয়ারির শেষ শনিবার মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দী এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ও এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)।
আগামী ২৯ জানুয়ারি লাল-হলুদের মুখোমুখি হতে চলেছে সবুজ-মেরুন। শনিবার, সন্ধ্যা সাড়ে সাতটায়, ফতোরদার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে। এটি হতে চলেছে এটিকে মোহনবাগানের হোম ম্যাচ। গত মরশুমেও জোড়া ডার্বি জিতেছিল এটিকে মোহনবাগান। এ বার সেই লক্ষ্য নিয়ে ফের একবার মাঠে নামবে জুয়ান ফেরান্দোর দল।
আরও পড়ুন: UEFA: স্বপ্নভঙ্গ টটেনহ্যামের! চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল স্পার্স
আরও পড়ুন: কেন অবিক্রিত রয়ে গেল Diego Maradona-র বাড়ি, BMW সহ বহু মূল্যবান জিনিস?
গত ২৭ নভেম্বর প্রথম লেগের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সবুজ মেরুন শিবির ৩-০-য় হারিয়ে দেয় এসসি ইস্টবেঙ্গলকে। ১৪ মিনিটের মধ্যে জোড়া গোলে এগিয়ে যায় তারা। রয় কৃষ্ণা ও মনবীর সিং দলকে এগিয়ে দেওয়ার পরে ২৩ মিনিটের মাথায় ফের চিরপ্রতিদ্বন্দীরা ধাক্কা খায় লিস্টন কোলাসোর সুযোগসন্ধানী গোলে। সেই হারের বদলা নেওয়ার সুযোগ লাল-হলুদ শিবির পাবে ২৯ জানুয়ারি।
এর আগে চলতি আইএসএলের প্রথম লেগের ক্রীড়াসূচী প্রকাশিত হয়েছিল। ৮ জানুয়ারি পর্যন্ত প্রকাশিত সূচীর পর থেকে এ বার বাকি অংশের সূচীও প্রকাশ করা হল। জানুয়ারি ও ফেব্রুয়ারি— এই দুই মাস উপভোগ করতে পারবেন দেশের সেরা ফুটবল উৎসবের আনন্দ। মার্চের ৫ তারিখে শেষ হবে লিগ পর্ব, এফসি গোয়া ও কেরালা ব্লাস্টার্সের মধ্যে ম্যাচ দিয়ে। এরপর শুরু হবে নক-আউট পর্ব।
এটিকে মোহনবাগানের দ্বিতীয় লিগের সূচী: ১৫ জানুয়ারি- বনাম বেঙ্গালুরু এফসি, ২০ জানুয়ারি- বনাম কেরালা ব্লাস্টার্স, ২৯ জানুয়ারি- বনাম এসসি ইস্টবেঙ্গল, ৩ ফেব্রুয়ারি- বনাম মুম্বই সিটি এফসি, ৮ ফেব্রুয়ারি- বনাম হায়দরাবাদ এফসি, ১৩ ফেব্রুয়ারি- বনাম ওডিশা এফসি, ১৬ ফেব্রুয়ারি- বনাম জামশেদপুর এফসি, ২১ ফেব্রুয়ারি- বনাম চেন্নাইন এফসি, ২৫ ফেব্রুয়ারি- বনাম এফসি গোয়া, এবং ৪ মার্চ- বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি।
এসসি ইস্টবেঙ্গলের দ্বিতীয় লেগের সূচী: ১১ জানুয়ারি- বনাম জামশেদপুর এফসি, ১৯ জানুয়ারি- বনাম এফসি গোয়া, ২৪ জানুয়ারি- বনাম হায়দরাবাদ এফসি, ২৯ জানুয়ারি- বনাম এটিকে মোহনবাগান, ২ ফেব্রুয়ারি- বনাম চেন্নাইন এফসি, ৭ ফেব্রুয়ারি- বনাম ওডিশা এফসি, ১২ ফেব্রুয়ারি- বনাম মুম্বই সিটি এফসি, ১৮ ফেব্রুয়ারি- বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি, ২৩ ফেব্রুয়ারি- বনাম বেঙ্গালুরু এফসি এবং ২৮ ফেব্রুয়ারি- বনাম কেরালা ব্লাস্টার্স।