আইএসএল নিলামে দর্শক থাকবে কলকাতা
আইএসএল নিলামে কোনও ফুটবলার নাও নিতে পারে অ্যাটলেটিকো দি কলকাতা। নিলামে সব ফ্র্যাঞ্চাইজির নজরে রয়েছে ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। কলকাতার নজরেও ছিলেন বেঙ্গালুরু এফ সি-র এই তারকা স্ট্রাইকার।
ব্যুরো: আইএসএল নিলামে কোনও ফুটবলার নাও নিতে পারে অ্যাটলেটিকো দি কলকাতা। নিলামে সব ফ্র্যাঞ্চাইজির নজরে রয়েছে ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। কলকাতার নজরেও ছিলেন বেঙ্গালুরু এফ সি-র এই তারকা স্ট্রাইকার।
কিন্তু বিশ্বকাপের যোগ্যতাঅর্জনকারী পর্বে জাতীয় দলের হয়ে খেলতে ব্যস্ত থাকায় আইএসএলের চারটে ম্যাচ খেলতে পারবেন না সুনীল। তাছাড়া সুনীলকে পেতে হলে মোটা টাকা খরচ করতে হবে। এই পরিস্থিতিতে ভারত অধিনায়ককে নিতে নারাজ অ্যাটলেটিকো। এমনকি কোনও ফুটবলারকেই নিলাম থেকে তারা নিতে চাইছেন না। বিদেশি কোটায় আর দুই ফুটবলারকে নিতে পারবে গতবারের চ্যাম্পিয়নরা। বিদেশি কোটায় দুজন স্ট্রাইকার নিতে চাইছে তারা। যার মধ্যে একজন হবেন মার্কি ফুটবলার। নিলাম আর ড্রাফটের আগে কলকাতায় আসবেন কোচ হাবাস। ড্রাফটে কোন ফুটবলারদের নেওয়া হবে,তা কোচের সঙ্গে কথা বলেই চূড়ান্ত করা হবে।