অ্যাটলেটিকো দি কলকাতার হোম ম্যাচ মোহনবাগান মাঠে?
ব্যুরো: সেনাবাহিনীর অনুমতি পেলে মোহনবাগান মাঠে হতে পারে অ্যাটলেটিকো দি কলকাতার হোম ম্যাচ। বুধবার সকালে আইএসএলের শীর্ষকর্তারা মোহনবাগান মাঠ পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন এটিকে কর্তারাও। মোহনবাগান মাঠের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তারা। মোহনবাগানের ঐতিহ্যাশালী লনেও মাপঝোপ করেন। পরে মোহনবাগান কর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা। পরবর্তী সময়ে রবীন্দ্র সরোবরও ঘুরে দেখেন তারা। রবীন্দ্র সরোবর অথবা মোহনবাগান মাঠ যেখানেই আইএসএলের ম্যাচ হোক না কেন, সেখানেই পরিকাঠামোর দিক থেকে ঢেলে সাজাতে হবে সংগঠকদের। এই পরিস্থিতি ফ্লাডলাইট থাকা মোহনবাগান মাঠই প্রথম পছন্দ এটিকে কর্তাদের। আগামী সময়ে অস্থায়ীভাবে ড্রেসিংরুম, রেফারি রুম, ডোপ কন্ট্রোল রুম আর হসপিটালিটি বক্স তৈরি করবে আইএসএল। তবে পুরোটাই নির্ভর করছে সেনাবাহিনীর অনুমতির উপর।
মোহনবাগান মাঠে ম্যাচ হলে সরকারের তরফ থেকে সবরম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। এব্যাপারে সেনাবাহিনীর সঙ্গেও কথা বলবেতারা। শোনা যাচ্ছে আইএসএলের ম্যাচের জন্য মোহনবাগানের ফ্লাডলাইটের আলোর ক্ষমতাও বাড়িয়ে দিচ্ছে রাজ্য সরকার। তবে এটিকে কর্তাদের আশঙ্কা যদি শেষমুহুর্তে সেনাবাহিনী অনুমতি না দেয়,তাহলে অ্যাটলেটিকোর কলকাতায় হোম ম্যাচ খেলা বিশ বাঁও জলে পড়ে যাবে।