মুম্বইতে কেমন হল আইএসএলের ড্রাফট? জানুন
ওয়েব ডেস্ক: মুম্বইতে হয়ে গেল আইএসএলের ড্রাফট। এক কোটি দশ লক্ষ টাকায় এটিকেতে এলেন জাতীয় দলের মিডফিল্ডার লিংডো। অন্যদিকে একই মূল্যে তারকা ডিফেন্ডার আনাসকে পেল আইএসএলের নতুন দল জামশেদপুর এফ সি।ইন্ডিয়ান সুপার লিগের ড্রাফটে কোটপতি হলেন ইউজেনসন লিংডো আর তারকা ডিফেন্ডার আনাস। এক কোটি দশ লক্ষ টাকায় এটিকেতে এলেন জাতীয় দলের মিডফিল্ডার লিংডো। অন্যদিকে একই মূল্যে তারকা ডিফেন্ডার আনাসকে পেল আইএসএলের নতুন দল জামশেদপুর এফ সি। মোহনবাগানের তারকা ডিফেন্ডার আনাসকে ছাড়াও সুব্রত পাল,মেহতাব হোসেন,সৌভিক চক্রবর্তী,বিকাশ জাইরুক,সুমিত পাস্সিকে নিয়ে শক্তিশালী দল গড়েছে তারা। বাঙালি স্ট্রাইকার অসীম বিশ্বাসকে নিয়ে চমক দিয়েছে জামশেদপুর।
আরও পড়ুন বিশ্বকাপ ফাইনালে মাত্র ৯ রানে হেরে গেল ভারতের মেয়েরা
পঁচাত্তর লক্ষ টাকায় তারকা সাইডব্যাক প্রীতম কোটাল গেছেন দিল্লি ডায়নামোসে। চলতি আইএসএলে এফ সি গোয়ার হয়ে খেলবেন প্রণয হালদার। গত আই লিগের আবিষ্কার শুভাশিস বোস গেছেন বেঙ্গালুরু এফ সি-তে। খাবরা,লেনি রডরিগেজ,অলউইন জর্জের মত পুরনো ফুটবলারদের ধরে রেখেছে বেঙ্গালুরু। পঁয়ষট্টি লক্ষ টাকায় মুম্বই দলে জায়গা করে নিয়েছেন বলবন্ত সিং। বিতর্কিত ফুটবলার অবিনাশ রুইদাসকেও নিয়েছে রণবীর কাপুরের দল।