আজুরিদের নতুন কোচ মানচিনি
আন্তর্জাতিক কোচিং প্রথমবার পা রাখবেন ৫৩ বছর বয়সী মানচিনি। রাশিয়ান ক্লাব জেনিট সেন্ট পিটার্সবার্গের দায়িত্ব ছাড়া মানচিনির হাত ধরে ২০১২ সালে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছিল ম্যাঞ্চেস্টার সিটি।
নিজস্ব প্রতিবেদন : প্লে অফে হেরে রাশিয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি ইতালি। স্বাভাবিকভাবেই চাকরি খোয়াতে হয় বুফঁদের কোচ জামপিয়েরো ভেনতুরাকে। ভেনতুরার জায়গায় দু'বছরের চুক্তিতে ইতালির জাতীয় দলের কোচ হলেন রবের্তো মানচিনি।
আরও পড়ুন- রোনাল্ডোর মুখোমুখি অর্জুন কাপুর, মুগ্ধতার কথা জানালেন সিআরসেভেন
আন্তর্জাতিক কোচিং প্রথমবার পা রাখবেন ৫৩ বছর বয়সী মানচিনি। রাশিয়ান ক্লাব জেনিট সেন্ট পিটার্সবার্গের দায়িত্ব ছাড়া মানচিনির হাত ধরে ২০১২ সালে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছিল ম্যাঞ্চেস্টার সিটি। ২০১৩ সালে সিটির দায়িত্ব ছাড়ার পর তুরস্কের গালাতাসারে ও ইতালির ইন্টার মিলানেও কোচিং করান মানচিনি।
আরও পড়ুন- বাঙালি ক্রিকেট দেখতে ভালবাসে, খেলতে নয়: সৌরভ
ইতালির জাতীয় দলের কোচ হয়ে মানচিনি জানান," অবশেষে স্বপ্নপূরণ হল। বাবা-মা খুব খুশি হবেন।"
E’ un sogno che si avvera. Sono felice per i miei genitori. Se sono qui lo devo anche a tutti i miei allenatori, ognuno è stato importante per la mia carriera!#ManciniDay #Azzurri #VivoAzzurro pic.twitter.com/uEXwoaxFs1
— Roberto Mancini (@robymancio) May 15, 2018