Gianluigi Buffon: অবশেষে থামলেন 'সুপারম্যান'! ৪৫ বছরে দস্তানা তুলে রাখলেন কিংবদন্তি

Italy legend Gianluigi Buffon announces retirement from football: ৪৫ বছর বয়সে এসে ফুটবলকে আলবিদা বললেন জিয়ানলুইগি বুঁফো। তাঁর অবসর ঘোষণার সঙ্গেই শেষ হয়ে গেল এক অধ্যায়।  

Updated By: Aug 2, 2023, 08:17 PM IST
Gianluigi Buffon: অবশেষে থামলেন 'সুপারম্যান'! ৪৫ বছরে দস্তানা তুলে রাখলেন কিংবদন্তি
বুফোঁ এবার অবসর নিলেন! আর দাঁড়াবেন না গোলপোস্টের নীচে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৪৫ বছর বয়সে এসে থামলেন জিয়ানলুইগি বুফোঁ (Gianluigi Buffon)। প্রায় তিন দশকের বেশি সময়ের ফুটবল কেরিয়ারে, অবশেষে দাঁড়ি টানলেন ইতালিয়ান কিংবদন্তি গোলরক্ষক। বুধবার সন্ধ্যায় ট্যুইট করে অবসরের সিদ্ধান্ত সকলকে জানিয়ে দিলেন বুফোঁ। গোলপোস্টের নীচে আর দেখা যাবে না জিজিকে। তাঁর নাম ইতিহাসে সোনার হরফেই লেখা থাকবে। তিনি ফুটবল ইতিহাসের একমাত্র গোলরক্ষক, যাঁর ৫০০ ক্লিনশিটের সঙ্গেই রয়েছে উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। ১৯৯৫ সালে ইতালিয়ান ক্লাব পামাতে (Parma) সিনিয়র ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন বুঁফো। ২০০১ সাল পর্যন্ত সেখানে ছিলেন তিনি।

আরও পড়ুন: Messi vs Ronaldo: এলএমটেন না সিআরসেভেন, এগিয়ে কে? বিরাট আপডেট দিল গিনেস

পামা ছেড়ে ২০০১ সালে চলে আসেন জুভেন্তাসে (Juventus)। ২০১৮ পর্যন্ত সেখানে খেলেন বুঁফো। এরপর এক মরসুমের জন্য প্যারিস সঁ জঁরমে (Paris Saint-Germain) খেলে ফের ফেরেন জুভেন্তাসে। এরপর ২০২১-২৩ পর্যন্ত সেই পামাতে খেলেই ফুটবল কেরিয়ার শেষ করলেন ২০০৬ সালে ইতালির হয়ে বিশ্বকাপ জয়ী খেলা কিংবদন্তি। বিদায়লগ্নে বুঁফো ট্যুইটারে মাত্র কয়েক'টি শব্দই লিখেছেন অনুরাগীদের জন্য়। বুফোঁ লেখেন, 'এটাই সব বন্ধুরা। আপনারা আমাকে সব দিয়েছেন, আমিও আপনাদের সব দিয়েছি। আমরা একসঙ্গে করেছি।' ১০টি সিরি আ খেতাব জেতা বুফোঁ সর্বকালের সেরা কিংবদন্তি গোলকিপারদের সঙ্গেই থাকবেন। সেই তালিকায় লেভ ইয়াসিন, ডিনো জফ, ম্যানুয়েল নয়্যার, সেপ মেয়া, গর্ডন ব্যাংকস, পিটার স্মাইকেল, ইকার ক্যাসিয়াস, এডউইন ভ্যান ডার সার ও পিটার শিলটনদের সঙ্গেই তাঁর নাম উচ্চারিত হবে।

আরও পড়ুন: ISL: জল্পনার অবসান, আইএসএল স্বাগত জানাল নতুন ফ্র্যাঞ্চাইজিকে! ১২ নম্বর দল হল কারা?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.