বল বিকৃতি কাণ্ডে ক্ষমা চাইলেন ওয়ার্নার
`অস্ট্রেলিয়া এবং বিশ্বের সকল ক্রিকেটভক্তদের কাছে বল বিকৃতি কাণ্ডের দায় নিজের কাঁধে নিয়ে আমি ক্ষমা চাইছি।`
নিজস্ব প্রতিবেদন : কেপ টাউন টেস্টে বল বিকৃতি কাণ্ডের দায় স্বীকার করে ক্ষমা চাইলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। স্যান্ডপেপার গেটে আইসিসির শাস্তি থেকে ওয়ার্নার রেহাই পেলেও ক্রিকেট অস্ট্রেলিয়া কড়া শাস্তি দিয়েছে তাঁকে। ১২ মাসের নির্বাসনের পাশাপাশি কোনওদিন অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্ব করতে পারবেন না অজি ওপেনার।
আরও পড়ুন- সানরাইজার্সের নেতৃত্ব ছাড়লেন ডেভিড ওয়ার্নার
সিডনিতে ফেরার আগে টুইট করে ক্ষমা চেয়ে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। তিনি লিখেছেন, "অস্ট্রেলিয়া এবং বিশ্বের সকল ক্রিকেটভক্তদের কাছে বল বিকৃতি কাণ্ডের দায় নিজের কাঁধে নিয়ে আমি ক্ষমা চাইছি। যে ভুল করেছি তার জন্য ক্রিকেটের অনেক ক্ষতি হয়েছে সেটা আমি বুঝতে পারছি। ছোটবেলা থেকেই ভালোবেসে ক্রিকেট খেলে আসছি। সেই ভালোবাসার সঙ্গে প্রতারণা করে আমি ভুল করেছি।"
পাশাপাশি তিনি জানান,"একটা গভীর নিঃশ্বাস নিয়ে আমি কয়েকটা দিন পরিবারের সঙ্গে কাটাতে চাই। কয়েকদিনের মধ্যেই আমার থেকে আরও অনেক কিছু শুনতে পাবেন..."। তবে কি এবার ক্রিকেট থেকেই অবসর নিতে চলেছেন ৩১ বছর বয়সী ওয়ার্নার?সেই ইঙ্গিতই কি দিয়ে রাখলেন তিনি? এই জল্পনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন- আইপিএলের দরজা বন্ধ স্মিথ-ওয়ার্নারদের