স্টেইনদের গল জয়ে টেস্টে পালা বদলের ইঙ্গিত স্পষ্ট

দক্ষিণ আফ্রিকা- 455/9d & 206/6d। শ্রীলঙ্কা- 292 & 216 (71.3 ov)

Updated By: Jul 20, 2014, 04:42 PM IST
স্টেইনদের গল জয়ে টেস্টে পালা বদলের ইঙ্গিত স্পষ্ট

গল টেস্ট স্কোরবোর্ড: দক্ষিণ আফ্রিকা- 455/9d & 206/6d। শ্রীলঙ্কা- 292 & 216 (71.3 ov)
দক্ষিণ আফ্রিকা জয়ী ১৫৩ রানে

গল: ঘরের মাঠে নিজেদের পছন্দের উইকেট বানিয়ে বিদেশি দলকে জুজুর ভয় দেখিয়ে টেস্ট জেতার ফর্মুলাটা কী পুরনো হতে চলেছে? প্রশ্নটা পাঁচ সাত বছর ধরে খুব বেশি করে উঠছে। টেস্ট ক্রিকেটে গত দেড় বছর ধরে তো প্রশ্নটার উত্তর 'হ্যাঁ'-এর পাল্লায় ভারী দেখাচ্ছে।

ক দিন আগেই ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতে এসেছে শ্রীলঙ্কা। আর এবার শ্রীলঙ্কার মাটি দুর্জয় ঘাঁটিতে টেস্ট জিতে দেখাল দক্ষিণ আফ্রিকা। আজ, রবিবার গল টেস্টে জিতে ১৪ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল। ২০০০ সালে শ্রীলঙ্কার মাটি ক্যান্ডিতে শেষবার টেস্ট জিতেছিল প্রোটিয়ারা।  

আজ গল টেস্টে পঞ্চম দিনে স্টেইন-মর্কেলের দাপট দেখা গেল। স্টেইনগানের দাপটে লঙ্কার ইনিংস একেবারে ছারখার হয়ে গেল। অথচ শ্রীলঙ্কার মত স্পিন সহায়ক পিচের পঞ্চম দিনে কোনও উইকেটই পেলেন না দক্ষিণ আফ্রিকার স্পেশালিস্ট স্পিনার ইমরান তাহির। স্টেইন নিলেন গুরুত্বপূর্ণ চারটি উইকেট। দারুণ সহয়তা পেলেন মর্কেল (৪/২৯)-এর কাছ থেকে। চতুর্থ দিনের খেলা শেষেও বোঝা যায়নি দক্ষিণ আফ্রিকা এত বড় জয় পেতে চলেছে। কিন্তু এদিন খেলার প্রথম সেশনেই স্টেইন-মর্কেলদের দাপটে পরিষ্কার হয়ে যায় ঐতিহাসিক জয় পেতে চলেছে ম্যান্ডেলার দেশ। শ্রীলঙ্কার হয়ে দ্বিতীয় ইনিংসে লড়লেন শুধু সাঙ্গাকারা (৭৬)। দুই ইনিংস মিলিয়ে ম্যাচের সেরা স্টেইন পেলেন ৯টা উইকেট। অধিনায়ক হিসাবে এটাই ছিল আবার হাসিম আমলার প্রথম টেস্ট। অধিনায়ক আমলার অভিষেকটা দারুণ হল।

দুই টেস্টের সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু সোমবার থেকে কলম্বোয়। সেই টেস্ট ড্র রাখতে পারলে ২১ বছর পর শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ জিতবে দক্ষিণ আফ্রিকা। প্রসঙ্গত, চলতি সফরে ওয়ানডে সিরিজে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

.