Jannik Sinner: অস্ট্রেলিয়ান ওপেন পেল নতুন মুখ, পিছিয়ে পড়েও মেদভেদেভকে মাত সিনারের
Jannik Sinner Beats Daniil Medvedev To Clinch Australian Open 2024: ইয়ানিক সিনার চমকে দিলেন। পিছিয়ে পড়েও দানিল মেদভেদেভকে হারিয়ে জিতে নিলেন অস্ট্রেলিয়ান ওপেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেলবোর্নে মহাকাব্য় লিখে ইতিহাস রচনা করলেন ইয়ানিক সিনার (Jannik Sinner)। রবিবার রড লেভার এরিনায় অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2024) পুরুষ সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন দানিল মেদভেদেভ ও ইয়ানিক সিনার। দু'সেটে পিছিয়ে পড়েও চ্যাম্পিয়নের হাসি হাসলেন বছর বাইশের ইতালির তরুণ। রুশ মেদভেদেভকে ৩-৬, ৩-৬, ৬-৪, ৬-৪, ৬-৩ হারিয়ে, প্রথম ইতালিয়ান হিসেবে টেনিসের এই ঐতিহ্য়বাহী ইভেন্টের পুরুষ সিঙ্গলসে ট্রফি জিতলেন সিনার। এর সঙ্গেই তাঁর ঝুলিতে আসে প্রথম গ্র্যান্ড স্ল্যাম। তাঁর দেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড করলেন। নোভাক জকোভিচের মতো টেনিসের কিংবদন্তিকে হারানো ইয়ানিক যে, চমকে দিতে পারেন, তার পূর্বাভাস আগেই পাওয়া গিয়েছিল। রবির রড লেভারে ঘটল সেটাই।
আরও পড়ুন: Rohan Bopanna: স্ত্রীর পেপ টকে ইতিহাস! সুপ্রিয়াকেই কুর্নিশ রোহনের, কত টাকা জুড়লেন পকেটে?
দু'সেট পিছিয়ে পড়েও যে ফিরে এসে বাজিমাত করা যায়, তা দেখিয়ে দিলেন ইয়ানিক। ফাইনালের প্রথম ও দ্বিতীয় সেটে ইয়ানিককে মুখ তুলতে দেননি মেদভেদেভ। ৬-৩, ৬-৩ ব্যবধানে রুশ খেলোয়াড় জিতে নেন। তবে সিনার কিন্তু হারবার পাত্র ছিলেন না। তৃতীয় সেটে পিছিয়ে পড়েন মেদভেদেভ। দুরন্ত লড়ে তৃতীয় সেট সিনার কেড়ে নেন ৬-৪ ব্যবধানে। চতুর্থ সেটেও ছিল তৃতীয় সেটের হাইলাইটস। এরপর পাঁচ নম্বর সেটটা ৬-৩ জিতে সিনার মেলবোর্নে মহাকাব্য় লিখে ফেলেন। ১০ বছর পর অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ সিঙ্গলস দেখল নতুন চ্য়াম্পিয়নকে।
অন্যদিকে গতকাল এরিনা সাবালেঙ্কা অস্ট্রেলিয়ান ওপেন নিতে দেননি চিনের কিনওয়েন ঝেংকে। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ইভেন্টের মহিলাদের ফাইনালে, বিশ্বের দু'নম্বর মুখোমুখি হয়েছিলেন বিশ্বের ১৫ নম্বরের। রড লেভার এরিনায় বেলারুশের ঝড়ে উড়ে যায় চিন। মাত্র ১ ঘণ্টা ১৬ মিনিটের লড়াইয়ে সাবালেঙ্কা মাটি ধরান ঝেংকে। সাবালেঙ্কার পক্ষে ফল ছিল ৬-৩, ৬-২। এই নিয়ে পরপর দু'বার অস্ট্রেলিয়ান ওপেন চ্য়াম্পিয়ন সাবালেঙ্কা।
আরও পড়ুন: Aryna Sabalenka: নিজের কাছেই রাখলেন ট্রফি, পরপর দু'বার অস্ট্রেলিয়ান ওপেন সাবালেঙ্কার