সিএবি-র ওপর 'রাগ' ঝুলনের

Updated By: Aug 7, 2017, 11:49 PM IST
সিএবি-র ওপর 'রাগ' ঝুলনের

ব্যুরো: মঙ্গলবার সিএবি-র বার্ষিক পুরুস্কার বিতরণী অনুষ্ঠান। নেতাজী ইন্দোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরুস্কার তুলে দেবেন পলাশ নন্দীকে। বর্ষসেরা ক্রিকেটারের পুরুস্কার পাচ্ছেন মনোজ তেওয়ারি। ক্রিকেট কেরিয়ারে বিশেষ কৃতিত্বের জন্য সিএবি-র সাম্মানিক সদস্যপদ ঝুলন গোস্বামীর হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই প্রথম কোনও মহিলা ক্রিকেটারকে এই সন্মান দিতে চলেছে সিএবি। কিন্তু ঝুলন গোস্বামীর অভিমানে সিএবি-র অনুষ্ঠানে আগের দিনেই ছন্দপতন। 

পনেরো বছর ধরে ভারতীয় দলের জার্সিতে রাজ করে চলেছেন ২২ গজে। ২০০৭ সালে আইসিসি-র বর্ষসেরা মহিলা ক্রিকেটার হয়েছেন। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ওমেন ইন ব্লু-র নেতৃত্বের ব্যাটন ছিল ঝুলনের হাতে। এত কিছুর পরেও সিএবি-র  সাম্মানিক সদস্যপদ দেওয়ার প্রয়োজন বোধ করেননি কর্তারা। বিশ্বকাপ ফাইনাল খেলার পর অন্য রাজ্যের সংস্থার উদ্যোগ দেখে উদ্যোগী সিএবি। এতেই মর্মাহত মহিলা ক্রিকেট বিশ্বে একদিনের ম্যাচে সর্বোচ্চ উইকেটের মালিক।

.