মসনদে জো বাইডেন, ৬ বছর আগেই জানতেন 'জ্যোতিষী জোফ্রা'!
ক্রিকেটদুনিয়ায় 'জ্যোতিষী জোফ্রা' নামেও খ্যাত আর্চার। অনেক কিছুরই ভবিষ্যৎ মিলিয়ে বরাবর সংবাদের শিরোনামে এসেছেন তিনি। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভবিষ্যৎ মিলিয়ে ফের খবরের শিরোনামে জোফ্রা আর্চার।
নিজস্ব প্রতিনিধি: আবারও ভবিষ্যদ্বাণী মিলিয়ে দিলেন ইংল্যান্ডের জোরে বোলার জোফ্রা আর্চার। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল কি হতে চলেছে তা অনেক আগেই জানতেন তিনি। আজ থেকে ৬ বছর আগে জো বাইডেনের নাম ঘোষণা করে টুইট করেছিলেন আর্চার।
আরও পড়ুন- যে জিতবে সে-ই ফাইনালে! দিল্লি? নাকি হায়দরাবাদ? ধুন্ধুমার লড়াইয়ে কে এগিয়ে, দেখুন
ক্রিকেটদুনিয়ায় 'জ্যোতিষী জোফ্রা' নামেও খ্যাত আর্চার। অনেক কিছুরই ভবিষ্যৎ মিলিয়ে বরাবর সংবাদের শিরোনামে এসেছেন তিনি। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভবিষ্যৎ মিলিয়ে ফের খবরের শিরোনামে জোফ্রা আর্চার। তবে আজ থেকে ৬ বছর আগে কিভাবেই তিনি জো বাইডেনের নাম জানতে পেরেছিলেন তা দেখে তাজ্জব সোশ্যাল দুনিয়া। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পদে ২৯০ ভোট পেয়ে জয়লাভ করেছেন জো বাইডেন। নয়া প্রেসিডেন্টকে নিয়ে ৬ বছর আগে ঠিক কি টুইট করেছিলেন আর্চার? দেখুন আর্চারের সেই টুইট,
Joe!
— Jofra Archer (@JofraArcher) October 4, 2014
আর্চারের করা সেই টুইট আবার রিটুইট করেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।
OH MY GOD!!!!! https://t.co/5beUfxqYH3
— Trendulkar (@Trendulkar) November 7, 2020
টুইটার ট্রেন্ডিংয়ের প্রথম সারিতেই এখন রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নেটিজেনরা তার নাম সার্চ করতে গিয়েই উদ্ধার হয় জোফ্রা আর্চারের ৬ বছর আগের পুরনো টুইট। মুহুর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল দুনিয়ায়।