আই লিগ-কে বাঁচাতে ফেডারেশনের বিরুদ্ধে আদালতে যাওয়ার সিদ্ধান্ত আই লিগের ক্লাব জোটের

ফলে অপমৃত্যু ঘটতে চলেছে আই লিগের।

Updated By: Jun 24, 2019, 10:39 PM IST
আই লিগ-কে বাঁচাতে ফেডারেশনের বিরুদ্ধে আদালতে যাওয়ার সিদ্ধান্ত আই লিগের ক্লাব জোটের

নিজস্ব প্রতিবেদন: চুক্তি মেনে আইএসএলকে দেশের এক নম্বর লিগ করা ছাড়া আর কোনও উপায় নেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের। কারণ মার্কেটিং পার্টনারের কাছ থেকে টাকা পায়নি এআইএফএফ। তাই তড়িঘড়ি তেসরা জুলাই কার্যকরী কমিটির বৈঠক ডেকে আইএসএলকে এক নম্বর লিগ ঘোষণা করতে চলেছে ফেডারেশন। ফলে অপমৃত্যু ঘটতে চলেছে আই লিগের। ১৯৯৬ সাল থেকে দেশের এক নম্বর লিগ থাকার পর হঠাত্ করেই আই লিগকে দ্বিতীয় ডিভিশন লিগে নামিয়ে দেওয়ার রূপরেখাও তৈরি। ফেডারেশন কর্তারাও বুঝতে পারছেন গোটা বিষয়টি। তাই শেষ চেষ্টা হিসেবে আই লিগের ক্লাবগুলোর জন্য তাদের মার্কেটিং পার্টনারের কাছ থেকে রোডম্যাপ চাইল ফেডারেশন। তবে সেই রোডম্যাপ যে মার্কেটিং পার্টনারের কাছ থেকে আসবে না সেটাও ধরে নিয়েছেন ফেডারেশন কর্তারাও।


আই লিগকে বাঁচাতে সোমবার নিজেদের লড়াইয়ের দিশা ঠিক করতে বৈঠকে বসেছিল আই লিগের ক্লাব জোট। কোয়েস ইস্টবেঙ্গল এফসি-র চেয়ারম্যান অজিত আইজ্যাকের সঙ্গে ছিলেন মোহনবাগানের দুই শীর্ষ কর্তা দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বোস।ছিলেন মিনার্ভা কর্ণধার রঞ্জিত বাজাজ, চার্চিল আর গোকুলামের প্রতিনিধিও।বৈঠকে সবাই একসঙ্গে ফেডারেশনের নিতে চলা সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত না থাকলেও আই লিগের ক্লাব জোটের সিদ্ধান্তের পাশে থাকছে নেরোকা।

আরও পড়ুন - ICC World Cup 2019: আফগানিস্তানের বিরুদ্ধে ধোনি-কেদারের ব্যাটিং দেখে হতাশ সচিন

Tags:
.