অশ্বিনকে বিরাট সার্টিফিকেট দিলেন কপিল দেব
টেস্টে ইয়ান বথামকে একজন সেরা অলরাউন্ডার মানা হয়। কিন্তু তাঁকেও ছাপিয়ে গেছেন রবিচন্দ্রন অশ্বিন। অন্তত বিশ্বের সেরা আরেক অলরাউন্ডার কপিল দেব তেমনটাই মনে করেন। উনিশশো তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়কের মতে ভাল অলরাউন্ডার হয়ে ওঠার সব ধরনের গুণ আছে অশ্বিনের। টেস্টে তা প্রমাণ করে দেখিয়েছেনও। বথামের থেকে কম টেস্ট ম্যাচ খেলে এক হাজারের উপর রান করে ফেলেছেন।
![অশ্বিনকে বিরাট সার্টিফিকেট দিলেন কপিল দেব অশ্বিনকে বিরাট সার্টিফিকেট দিলেন কপিল দেব](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/07/30/62026-kapil30-7-16.jpg)
ওয়েব ডেস্ক: টেস্টে ইয়ান বথামকে একজন সেরা অলরাউন্ডার মানা হয়। কিন্তু তাঁকেও ছাপিয়ে গেছেন রবিচন্দ্রন অশ্বিন। অন্তত বিশ্বের সেরা আরেক অলরাউন্ডার কপিল দেব তেমনটাই মনে করেন। উনিশশো তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়কের মতে ভাল অলরাউন্ডার হয়ে ওঠার সব ধরনের গুণ আছে অশ্বিনের। টেস্টে তা প্রমাণ করে দেখিয়েছেনও। বথামের থেকে কম টেস্ট ম্যাচ খেলে এক হাজারের উপর রান করে ফেলেছেন।
আরও পড়ুন দলকে বাঁচাতে দলের অধিনায়কই অর্থ দান করলেন
এমনকী প্রায় দুশো উইকেট সংগ্রহও করে ফেলেছেন। এই জায়গায় দাঁড়িয়ে বথামের থেকেও অশ্বিন এগিয়ে বলে মনে করছেন কপিল। তার মতে অনেকদিন পর সত্যিকারের একজন অলরাউন্ডার পেল ভারত।
আরও পড়ুন ক্যারিবিয়ান সফরে কঠিনতম চ্যালেঞ্জের মুখে কোহলি-জাম্বো জুটি