টানেলে টুইস্ট! রিয়াল সতীর্থদের বেনজেমা বলেছিলেন ভিনিসিয়াস জুনিয়রকে বল পাস না করতে
এদিকে হাফ-টাইমে ড্রেসিংরুমের যাবার সময় টানেলে এক অদ্ভুত ঘটনা প্রকাশ্যে এল।
নিজস্ব প্রতিবেদন: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচে বরুশিয়া মনশেনগ্ল্যাডব্যাচের মাঠে শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে কোনও মতে হার বাঁচিয়েছে রিয়াল মাদ্রিদ। ৮৭ মিনিট পর্যন্ত মার্কাস থুরামের জোড়া গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। এরপর করিম বেনজেমা আর ইনজুরি টাইমে ক্যাসেমিরোর গোলে সমতা ফেরায় জিদানের দল। নাটকীয় ভাবে ম্যাচ ড্র করতে পেরে ফুটবলারদের প্রশংসা করেন জিজু।
এদিকে হাফ-টাইমে ড্রেসিংরুমের যাবার সময় টানেলে এক অদ্ভুত ঘটনা প্রকাশ্যে এল। রিয়াল সতীর্থদের করিম বেনজেমা নাকি বলেছিলেন ভিনিসিয়াস জুনিয়রকে কোনও ভাবে যেন বল পাস কেউ না করেন। করিম বেনজেমার ফুটেজ প্রকাশের পর রিয়াল মাদ্রিদে অশান্তির বাতাবরণ ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে।
ঘটনাটি ঘটেছে হাফ-টাইমের সময়। যখন ০-১ গোলে পিছিয়ে রিয়াল মাদ্রিদ। ছবিতে দেখা যাচ্ছে টানেলের মধ্যে ভিনিসিয়াস জুনিয়র, কুর্তোয়া, ভালভেরদে এবং বেনজেমা মাত্র কয়েক ফুট দূরে পাশাপাশি দাঁড়িয়ে আছে। আর সেখানেই নাকি বেনজেমা জানায় ভিনিসিয়াস জুনিয়রকে যেন কোনও ভাবে পাস না দেয়া হয়।
বিতর্কের মাঝেও শেষ পর্যন্ত ম্যাচটি ড্র করতে পারায় খুশি জিদানের দল।
আরও পড়ুন -বার্সেলোনার প্রেসিডেন্ট পদ থেকে সরে গেলেন বার্তোমেউ