যন্ত্রণা থেকে মুক্তি পেতেই শিবির দুর্গাপুরে, স্বীকার করিমের
নির্বাসনের অসহ্য যন্ত্রণা থেকে ফুটবলারদের মুক্তি দিতেই যে মাঝ মরসুমে দুর্গাপুরে আবিসিক শিবির,তা অবশেষে স্বীকার করলেন মোহনবাগান কোচ করিম বেঞ্চিরিফা। কলকাতায় সমর্থকদের বিক্ষোভ,মিডিয়ার জিজ্ঞাসা-তাতে নবি-ওডাফারা পড়ে যাচ্ছিলেন চাপের মুখে। তার উপর নির্বাসনে দলের ফুটবলারদের মানসিকতা তলানিতে চলে আসায়,কোচ করিম চান এই আবাসিক শিবিরে দলকে একসূত্রে বাঁধতে।
নির্বাসনের অসহ্য যন্ত্রণা থেকে ফুটবলারদের মুক্তি দিতেই যে মাঝ মরসুমে দুর্গাপুরে আবিসিক শিবির,তা অবশেষে স্বীকার করলেন মোহনবাগান কোচ করিম বেঞ্চিরিফা। কলকাতায় সমর্থকদের বিক্ষোভ,মিডিয়ার জিজ্ঞাসা-তাতে নবি-ওডাফারা পড়ে যাচ্ছিলেন চাপের মুখে। তার উপর নির্বাসনে দলের ফুটবলারদের মানসিকতা তলানিতে চলে আসায়,কোচ করিম চান এই আবাসিক শিবিরে দলকে একসূত্রে বাঁধতে।
আগামি শনিবার পর্যন্ত চলবে দুর্গাপুরে মোহনবাগান অ্যাকাডেমিতে আবাসিক শিবির। এদিকে মোহনবাগানে ক্ষোভের আগুন জ্বলছেই। বাগান সমর্থকরা আজও কর্তাদের পদত্যাগ চেয়ে মিছিল করলেন।