কেদার যাদবের শতরান, অভিষেকে উজ্জ্বল মণীশ, ফের ব্যর্থ মনোজ
ভারত-২৭৬/৫
ওয়েব ডেস্ক: মনোজ তিওয়ারি যখন হঠাত্ পেয়ে যাওয়া সুযোগটা মাঠেই ফেলে এলেন, তখনই সেই সুযোগে সোনা ফলালেন কেদার যাদব, মণীশ পান্ডেরা। দেশে যখন কলঙ্কের জন্য খবরে আসছে ক্রিকেট, তখন জিম্বাবোয়েতে দেশকে গৌরবের কথা শোনালেন কেদার যাদব, মণীশ পান্ডেরা।
৮২ রানে ৪ উইকেট পড়ে দল যখন বড় বিপর্যের আশঙ্কায় ভূগছে, সেখান থেকে দারুণ খেলে নির্বাচকদের গুড় বুকে জায়গা করে নিলেন কেদার যাদব-মণীশ পান্ডে। অভিষেক আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেম মণীশ পান্ডে ৮৬ বলে ৭১ রানের যে ইনিংসটা খেললেন, তাতে তাঁকে জাতীয় দলের জার্সির দাবিদার করে তুলল।
একটা ছক্কা, চারটে বাউন্ডারি দিয়ে সাজানো মণীশের ইনিংসের প্রশংসা করলেন সুনীল গাভাসকর, রবি শাস্ত্রীরা। মণীশের পাশাপাশি আজকে হারারের হিরো বনে গিলেন কেদার যাদবও। দেশের হয়ে চতুর্থ ওয়ানডে খেলতে নেমে যাদব ৮৭ বলে করলেন ১০৫। মহারাষ্ট্রের ৩০ বছরের এই ব্যাটসম্যানের প্রতি আস্থা দেখিয়েছেন নির্বাচকরা। সেই আস্থায় সম্মান জানালেন প্রথমবার আইপিএলে খেলতে নেমে ২৯ বলে হাফ সেঞ্চুরি করা কেদার। তিন ম্যাচে ব্যর্থতার পর জাতীয় দলের দরজা প্রায় বন্ধই করে দিলেন মনোজ। ৩৩ বল খেলে মনোজ করলেন মাত্র ১০ রান।