জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছ'দিনের মধ্য়ে সিংহাসন চলে গেল মহম্মদ সিরাজের (Mohammed Siraj)! আর তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলার নন। সিরাজের গদি কেড়ে নিলেন দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজ (Keshav Maharaj)। বিশ্বকাপে নয় ম্য়াচে ১৪ উইকেট নিয়ে মহারাজ তাঁর জাত চিনিয়েছেন। অন্য়দিকে সিরাজের দখলে এসেছে ১২টি উইকেট। কেশবের ঝুলিতে এখন ৭২৬ রেটিং পয়েন্ট। সেখানে সিরাজ পেয়েছেন ৭২৩ পয়েন্ট। বোলারদের ক্রমতালিকায় প্রথম দশে আরও দুই ভারতীয় রয়েছেন। তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) দুই ধাপ এগিয়ে চারে উঠেছেন। অন্যদিকে নক্ষত্র স্পিনার কুলদীপ যাদবও ( Kuldeep Yadav) দুই ধাপ এগিয়ে পাঁচে এসেছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: WATCH: 'ঐশ্বর্যকে বিয়ে করলেই যে বাচ্চা...'! চূড়ান্ত অশালীন পাক ক্রিকেটার, জ্বলছে নেটপাড়া


চলতি বিশ্বকাপের একমাত্র দল হিসেবে ভারতই লিগ পর্যায়ে থেকেছে অপরাজিত। টানা নয় ম্য়াচ জিতে, 'আনবিটেন চ্য়াম্পিয়ন' হয়েই সেমিতে খেলতে নামছে রোহিত শর্মা অ্যান্ড কোং। কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। আগামিকাল অর্থাৎ বুধবার প্রথম সেমিফাইনাল। ভারত-নিউ জিল্য়ান্ড খেলবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেই ম্য়াচে খেলবেন সিরাজ। দ্বিতীয় সেমিফাইনাল হবে প্রথম সেমির পরের দিনই। মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। সেই ম্য়াচে খেলবেন মহারাজ।


দিন ছয়েক আগেই পাক অধিনায়ক বাবর আজমকে, টপকে ভারতীয় ক্রিকেটের প্রিন্স শুভমন গিল চলে এসেছিলেন এক নম্বরে। তিনি একেই আছেন। দুয়ে বাবর। দ্বিতীয় দ্রুততম ব্য়াটার হিসেবে শুভমন, আইসিসি-র ক্রমতালিকায় পঞ্চাশ ওভারের আন্তর্জাতিক আঙিনায়, বিশ্বের এক নম্বর ব্য়াটার হয়েছিলেন। শুভমনের লেগেছিল ৪১ ইনিংস। পঞ্জাবের তরুণ ব্য়াটারের চেয়ে তিন ইনিংস কম খেলে এমএস ধোনি হয়েছিলেন বিশ্বের এক নম্বর ব্য়াটার। ব্য়াটারদের মধ্যে আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ে প্রথম দশে, শুভমন ছাড়াও রয়েছে আরও দুই নাম। চারে নেমে এসেছেন বিরাট কোহলি (৭৭২ পয়েন্ট), তিনে উঠে এসেছেন কুইন্টন ডি কক (৭৭৩ পয়েন্ট)। ছয়ে ছিলেন রোহিত শর্মা। তিনি এলেন পাঁচে। এখন ঝুলিতে ৭৬০ পয়েন্ট। বিশ্বের এক নম্বর দল হিসেবেই ভারত নিজের জায়গা ধরে রেখেছেন। 



আরও পড়ুন: Rohit Sharma | IND vs NZ: অতীতের আতঙ্ক কি তাড়া করছে? সাংবাদিক বৈঠকেও রোহিতের চেনা পুল শট


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)