নিজস্ব প্রতিবেদন: ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে অত্যন্ত পরিচিত মুখ কেভিন পিটারসেন। আইপিএল হোক বা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতা সব জায়গায় ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের উজ্জ্বল উপস্থিতি থাকে। সেই কাজেই ভারতে আসার আগেই মহাবিপদে পড়লেন ‘কেপি’।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি ভারতে পা রাখার আগে পিটারসেনের প্য়ান কার্ড হারিয়ে যায়। স্বভাবতই ভারত সরকারের কাছে আর্জি জানান পিটারসেন। প্রথমবার ইংরাজিতে এক টুইট করে আর্জি জানানোর পর আবার হিন্দিতে এক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করে সহায়তা চান তিনি।


আরও পড়ুন: IPL 2022: ১৫ কোটি ২৫ লাখের অঙ্ক নয়, জাতীয় দল নিয়েই ভাবছেন Ishan Kishan


আরও পড়ুন: Ranji Trophy 2022: কোন কম্বিনেশনে নামতে পারে বাংলা? জানিয়ে দিলেন Arun Lal


পিটারসেন টুইটারে লিখেছিলেন, ‘ভারত দয়া করা আমায় সহায়তা কর। আমি আমার প্যান কার্ড খুঁজে পাচ্ছি না এবং সোমবার ভারতে যাচ্ছি। সেখানে আমার কাজের জন্য শারীরিক কার্ডের প্রয়োজন। কেউ কি আমায় এমন কারুর সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারেন, যিনি আমায় দ্রুত এই বিষয়ে মদত করতে পারবেন?’


মাত্র মিনিট কয়েকের মধ্যেই আয়কর বিভাগ পিটারসেনের মদতের জন্য় এগিয়ে আসে এবং তাঁকে কী কী পদক্ষেপ নিতে হবে, সেই বিষয়টাও স্পষ্ট করে দেয়। এত দ্রুত মদত পেয়ে উচ্ছ্বসিত পিটারসেন আয়কর বিভাগকে ধন্যবাদ জানাতে ভোলেননি। তিনি ফের লিখেছিলেন, ‘দারুণ, আপনাদের অনেক ধন্যবাদ। আমি আপনাদের (তথ্য) ই-মেল করেছি। আপনাদের ফলোও করেছি, সুতরাং কেউ কি আমায় ম্যাসেজ করতে পারে, যাতে আমি সরাসরি কথা বলতে পারি?’


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App