'Real team' আসছে! হিন্দিতে কোহলিদের সাবধানবাণী শোনালেন Kevin Pietersen

৫ ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। চার ম্যাচের টেস্ট সিরিজের পর পাঁচটি টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত-ইংল্যান্ড।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jan 20, 2021, 06:13 PM IST
'Real team' আসছে! হিন্দিতে কোহলিদের সাবধানবাণী শোনালেন  Kevin Pietersen
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জেতার পর ভারত-ইংল্যান্ড সিরিজের দামামা বাজিয়ে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসন। 'আসল দল' ইংল্যান্ড এবার আসছে-কোহলিদের হিন্দিতে সাবধানবাণী শোনালেন তিনি।

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের কয়েক ঘণ্টা পরেই দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজের জন্য দল নির্বাচনে বসে চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। ফেব্রুয়ারিতে ভারত সফরে আসছে ইংল্যান্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে সোশ্যাল মিডিয়ায় ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসন লেখেন," ঐতিহাসিক জয়ের মুহূর্তটা ভালভাবে উপভোগ করে নাও। একাধিক বাধা পেরিয়ে তোমাদের এই সিরিজ জয়।"

এরপরেই টুইটে সতর্কবার্তা, "কিন্তু আসল দল ইংল্যান্ড। কয়েক সপ্তাহ পরেই তোমাদের ওখানে আসছে। এবার নিজেদের ঘরের মাঠে ওদেরকে হারাতে হবে। সতর্ক থাক। সাবধানে থাক।"

আরও পড়ুন- ICC Test Ranking-এ উইকেটকিপারদের মধ্যে সেরা ব্রিসবেনের নায়ক Rishabh Pant

৫ ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। চার ম্যাচের টেস্ট সিরিজের পর পাঁচটি টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত-ইংল্যান্ড।

আরও পড়ুন- IPL 2021: CSK-এর সঙ্গে সম্পর্ক শেষ বিশ্বকাপজয়ী ভারতীয় তারকার

.