KKR, IPL 2022: লাগাতার হারতে থাকা নাইটদের কাছে প্লে অফ মঙ্গল অভিযানের মতো!

টানা পাঁচ ম্যাচে হার। মোট হার ছয় ম্যাচে। এই পরিসংখ্যান নিয়ে প্লে-অফের আশা কার্যত শেষ হয়ে গিয়েছে নাইটদের।

Updated By: Apr 29, 2022, 02:25 PM IST
KKR, IPL 2022: লাগাতার হারতে থাকা নাইটদের কাছে প্লে অফ মঙ্গল অভিযানের মতো!
প্রতি ম্যাচেই এমন হতাশার মুহূর্ত দেখা যাচ্ছে। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন: খেলায় জয়-পরাজয় থাকবেই। টি-টোয়েন্টি ফরম্যাটে হার-জিতের ফারাক খুবই সুক্ষ থাকে। কিন্তু কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) মরশুমের পর মরশুম একই ভুল করলে, সমর্থকদের হতাশা তো আসবেই। শ্রেয়স আইয়ারের (Shreys Iyer ) দল নয় ম্যাচ খেলে ফেলেছে। তবে এখনও ব্যাটিং অর্ডার ঠিক করতে পারেনি। সমর্থকদের ক্ষোভ তো বাড়বেই। আর ফল যা হওয়ার তাই। গত কয়েক মরশুমের মতো এ বারও চলতি আইপিএল (IPL 2022) থেকে খালি হাতে বিদায় নেওয়া স্রেফ সময়ের অপেক্ষা। কারণ অঙ্ক বলছে লাগাতার পাঁচ ম্যাচ হেরে যাওয়া নাইটদের কাছে প্লে-অফে যাওয়ার সম্ভাবনা মাত্র তিন শতাংশ। এখন অনেকটা মঙ্গল অভিযানের মতো! 

২০১২ ও ২০১৪ সালের পর নাইটদের ট্রফির ভাঁড়ার শূন্য। গৌতম গম্ভীর (Gautam Gambhir) থেকে দীনেশ কার্তিক (Dinesh Karthik)। মাঝপথে 'ডিকে'-র হাত থেকে ব্যাটন কেড়ে অইন মর্গ্যানের (Eoin Morgan) হাতে তুলে দেওয়ার পরেও পারফরম্যান্সে উন্নতি হয়নি। বরং হতাশা বেড়েই গিয়েছে। গত মরশুমে কোনও রকমে ফাইনালে গিয়েছিল নাইটরা। কিন্তু শেষ পর্যন্ত ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে হারতে হয়। এর আগের চার বছরে পারফরম্যান্স আরও খারাপ। ২০১৯ ও ২০২০ সালে পাঁচে শেষ করেছিল কেকেআর। এর আগে ২০১৭ ও ২০১৮ সালে প্লে-অফ থেকেই বিদায় নিতে হয়েছিল এই হাইপ্রোফাইল দল। আর এ বার এখনও পর্যন্ত নয় ম্যাচে মাত্র ছয় পয়েন্ট নিয়ে আট নম্বরে ঘোরাঘুরি করছেন সুনীল নারিন-আন্দ্রে রাসেলরা। 

টানা পাঁচ ম্যাচে হার। মোট হার ছয় ম্যাচে। এই পরিসংখ্যান নিয়ে প্লে-অফের আশা কার্যত শেষ হয়ে গিয়েছে নাইটদের। লিগ টেবিলে আট নম্বরে থাকা দলের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা এখন মাত্র তিন শতাংশ! অঙ্কের হিসেবে তেমনই দেখা যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে প্লে-অফে যাওয়ার সবচেয়ে ভাল সম্ভাবনা রয়েছে গুজরাত টাইটান্সের। হার্দিক পান্ডিয়ার দলের প্লে অফে যাওয়ার সম্ভাবনা ৯৫ শতাংশ। শীর্ষে থাকা টাইটানস আট ম্যাচের মধ্যে সাতটিতে জিতেছে। পয়েন্ট ১৪। 

লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রাজস্থানের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা ৮৩ শতাংশ। রয়্যালস আট ম্যাচ খেলে ছয়টিতে জিতে ১২ পয়েন্টে পেয়েছে। এ দিকে লখনউ আট ম্যাচ খেলে পাঁচটি জয় পেয়েছে। হার তিন ম্যাচে। হেরেছে। পয়েন্ট ১০। কে এল রাহুলের দলের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা ৫৮ শতাংশ। একই সংখ্যক ম্যাচে ১০ পয়েন্টে দাঁড়িয়ে সানরাইজার্স হায়দরাবাদও। তবে রান রেটের নিরিখে টেবিলে লখনউয়ের উপর অরেঞ্জ আর্মি। তাদেরও প্লে-অফে যাওয়ার সম্ভাবনা ৫৮ শতাংশ।

ক্রিকেট ঘোর অনিশ্চতার খেলা। টি-টোয়েন্টিতে তো মুহূর্তে খেলা ঘুরে যায়। সেই ধারা বজায় রেখে নাইটরা বাকি পাঁচ ম্যাচ জিতে খেলা ঘুরিয়ে দিতে পারবেন? পরিসংখ্যান বলছে পাঁচ ম্যাচ জিতলেও, নাইটরা স্বস্তিতে থাকবে না। কারণ বাকি দলগুলোর হার-জিতের উপর চাতক পাখির মতো তাদের তাকিয়ে থাকতে হবে। এরচেয়ে মেনে নেওয়া ভাল যে নাইটদের শরীর আইসিএউ-তে ঢুকে গিয়েছে। নিঃশ্বাস বেরিয়ে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা। 

আরও পড়ুন: Exclusive, Sayani Das Created History: চারটি চ্যানেল জয় করলেও কেন অবসর নিতে চলেছেন জলকন্যা? জানতে পড়ুন

আরও পড়ুন: Rishabh Pant Controversy, IPL 2022: পন্থের ঔদ্ধত্যকে অযৌক্তিক বলে বিস্ফোরণ ঘটালেন Ricky Ponting

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.