সচিনের সঙ্গে দ্বৈরথে জয়ী গম্ভীর
শুরুটা দুর্দান্ত করলেও আইপিএলে ঘরের মাঠে পরপর দু`ম্যাচ হেরেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু শেষ চারে যেতে মরিয়া গৌতম গম্ভীরের দল এদিন পর্যুদস্ত করল মুম্বই ইন্ডিয়ান্সকে। অন্যদিকে, প্লে অফে জায়গা করে নিতে ঘরের মাঠের অ্যাডভান্টেজ নিতে পারল না সচিন তেন্ডুলকেরর টিম।
শুরুটা দুর্দান্ত করলেও আইপিএলে ঘরের মাঠে পরপর দু`ম্যাচ হেরেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু শেষ চারে যেতে মরিয়া গৌতম গম্ভীরের দল এদিন পর্যুদস্ত করল মুম্বই ইন্ডিয়ান্সকে। অন্যদিকে, প্লে অফে জায়গা করে নিতে ঘরের মাঠের অ্যাডভান্টেজ নিতে পারল না সচিন তেন্ডুলকেরর টিম। বুধবার ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ৩২ রানে জয়ী হওয়ার ফলে কলকাতা নাইট রাইডার্সের তৃতীয় বা চতুর্থ টিম হিসেবে প্লে অফে যাওয়ার জন্য কিছুটা হলেও সম্ভাবনা রইল। এদিন প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৪০ রান করে কলকাতা নাইট রাইডার্স। ১৪১ রানের টার্গেট সামনে রেখে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ১০৮ রানে শেষ হয়ে যায় মুম্বইয়ের ইনিংস। মুম্বইয়ের সর্বোচ্চ রান দলনেতা সচিন তেন্ডুলকরের। ২৪ বল খেলে ২৭ রান করেন তিনি। কাকতালীয়ভাবে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন গৌতম গম্ভীরের ব্যক্তিগত সংগ্রহও ২৭। তবে সচিনের থেকে একটি বল কম খেলে। অন্যদিকে দলের পক্ষে পক্ষে মনোজ তিওয়ারি করেন সর্বোচ্চ ৪১ রান।