ব্যাটে বলে এক নম্বর হয়েও হার প্রীতির পঞ্জাবের
জয়ের খুব কাছে পৌঁছেও জয়পুরের মানসিং স্টেডিয়ামে রাজস্থানের কাছে ১৫ রানে হারতেই হল প্রীতির পঞ্জাবকে৷
নিজস্ব প্রতিবেদন: বড় ইনিংস খেলেও দলের জয় নিশ্চিত করতে পারলেন না লোকেশ রাহুল৷ জয়ের খুব কাছে পৌঁছেও জয়পুরের মানসিং স্টেডিয়ামে রাজস্থানের কাছে ১৫ রানে হারতেই হল প্রীতির পঞ্জাবকে৷
.@rajasthanroyals beat #KXIP by 15 runs.#RRvKXIP pic.twitter.com/wtn5hYaNUV
— IndianPremierLeague (@IPL) May 8, 2018
উল্লেখ্য, এদিন টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক অজিঙ্কা রাহানে। ঘরের মাঠে শুরুটা তেমন ভাল না করলেও রাজস্থানের হাল ধরেন ব্রিটিশ ব্যাটসম্যান জস বাটলার। তাঁর ৮২ রানের দৌলতেই পঞ্জাবের বিরুদ্ধে ১৫৮ রানের ইনিংস খাড়া করে রাজস্থান।
Just a setback tonight.
Kings will bounce back stronger than ever #LivePunjabiPlayPunjabi #RRvKXIP— Kings XI Punjab (@lionsdenkxip) May 8, 2018
জবাবে ব্যাট করতে নেমে ওপেনার রাহুল ছাড়া পঞ্জাবের গোটা ব্যাটিংই তাসের ঘরের মতো ভেঙে পরে। এমনকী স্কোরকার্ডে ২ অঙ্কই পার করতে পারেননি গেইল, অশ্বিন, করুণ নায়াররা। শুরু থেকে শেষ একা ব্যাট করেন লোকেশ রাহুলই৷ নির্ধারিত ২০ ওভারে পঞ্জাবের গোটা দল যেখানে ১৪৩ রানই করছে, সেখানে রাহুলের একাই সংগ্রহ ৯৫। তবে দল হারলেও ধারাবাহিক পারফরম্যান্সের উপর ভর করেই অম্বাতি রায়ডুর থেকে ওরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিয়েছেন এই স্টাইলিশ ওপেনার।
THAT'S A WIN
Record remains intact against @lionsdenkxip at Sawai Man Singh Stadium.
#RRvKXIP #JazbaJeetKa #HallaBol #VIVOIPL
— Rajasthan Royals (@rajasthanroyals) May 8, 2018
১০ ম্যাচে রাহুলের রান ৪৭১। সম সংখ্যক ম্যাচ খেলে চেন্নাইয়ের ওপেনার রায়ডু করেছেন ৪২৩ রান। অন্যদিকে রাজস্থানের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে পার্পল ক্যাপ নিজের দখলে রাখলেন অ্যান্ড্রু টাই।