২০১৭ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দল
'করব লড়ব জিতব', হ্যাঁ জন্মলগ্ন থেকে এটাই থিম সং কলকাতা নাইট রাইডার্সের। দলের জার্সি বদল হয়েছে, অধিনায়ক বদল হয়েছে, বদল হয়েছে ক্রিকেটার থেকে কোচ, তবে এই থিম সং কখনই পাল্টায়নি। এবার আরও একবার এই থিম সংকে আত্নস্থ করে আইপিএলের মঞ্চে জয়ের জন্য ঝাঁপাবে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন নাইট ব্রিগেড। দলে কোচের পদে রয়েছেন বর্ষীয়ান ক্রিকেটার তথা 'প্রাক্তন নাইট' জ্যাক কালিস। আইপিএল কমিটির প্রস্তাবিত অনুসূচী অনুযায়ী ৩ এপ্রিল থেকে শুরু হতে চলেছে এবারের ভিভো আইপিএল ২০১৭। চলবে মে ২৬ পর্যন্ত। আইপিএল শুরুর মাস দুয়েক আগেই দল গুছিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স। দেখে নিন এক ঝলকে-
![২০১৭ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দল ২০১৭ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/01/13/75961-kkr.jpg)
ওয়েব ডেস্ক: 'করব লড়ব জিতব', হ্যাঁ জন্মলগ্ন থেকে এটাই থিম সং কলকাতা নাইট রাইডার্সের। দলের জার্সি বদল হয়েছে, অধিনায়ক বদল হয়েছে, বদল হয়েছে ক্রিকেটার থেকে কোচ, তবে এই থিম সং কখনই পাল্টায়নি। এবার আরও একবার এই থিম সংকে আত্নস্থ করে আইপিএলের মঞ্চে জয়ের জন্য ঝাঁপাবে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন নাইট ব্রিগেড। দলে কোচের পদে রয়েছেন বর্ষীয়ান ক্রিকেটার তথা 'প্রাক্তন নাইট' জ্যাক কালিস। আইপিএল কমিটির প্রস্তাবিত অনুসূচী অনুযায়ী ৩ এপ্রিল থেকে শুরু হতে চলেছে এবারের ভিভো আইপিএল ২০১৭। চলবে মে ২৬ পর্যন্ত। আইপিএল শুরুর মাস দুয়েক আগেই দল গুছিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স। দেখে নিন এক ঝলকে-
গৌতম গম্ভীর
রবিন উথাপ্পা
মনীশ পাণ্ডে
সাকিব আল হাসান
সূর্য কুমার যাদব
ইউসুফ পাঠান
আন্দ্রে রাসেল
কুলদীপ যাদব
উমেশ যাদব
শেলডন জ্যাকসন
ক্রিস লিন
পীযূষ চাওলা
অঙ্কিত রাজপুত
সুনীল নারিন
Gunning for glory! #KnightsOf2017 pic.twitter.com/SZnWcvEmzv
— KolkataKnightRiders (@KKRiders) December 19, 2016