জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চোখের পলকে আরও একটা বছর পার। নতুন বছরের তৃতীয় দিন থেকেই ভারত মাতবে লাগাতার হোম সিরিজে। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-২০ সিরিজ। কুড়ি ওভারের লড়াই শেষ হলেই সমসংখ্যক ম্যাচের ওয়ানডে খেলবে দুই দল। চোটের জন্য টি-২০ সিরিজে নেই রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর বদলে নেতৃত্ব দেবেন তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। যদিও ওয়ানডে সিরিজে প্রত্যাবর্তন করবেন রোহিত। টি-২০ সিরিজে শুধু রোহিতই নন, নেই বিরাট কোহলি (Virat Kohli) ও কেএল রাহুলরাও (KL Rahul)। নেই মহম্মদ শামিও ( Mohd. Shami)


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শ্রীলঙ্কার ভারত সফরের সূচি:
৩ জানুয়ারি, প্রথম টি-২০, মুম্বই, ওয়াংখেড়ে স্টেডিয়াম
৫ জানুয়ারি, দ্বিতীয় টি-২০, পুণে, মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম
৭ জানুয়ারি, তৃতীয় টি-২০, রাজকোট, সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম
১০ জানুয়ারি, প্রথম ওয়ানডে, গুয়াহাটি, বারসাপার ক্রিকেট ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম
১২ জানুয়ারি, দ্বিতীয় ওয়ানডে, কলকাতা, ইডেন গার্ডেন্স
১৫ জানুয়ারি, তৃতীয় ওয়ানডে, তিরুবনন্তপুরম, গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়াম


আরও পড়ুনKL Rahul With Athiya Shetty: 'স্ত্রীর সঙ্গেই থাকো, ফিরে এস না'! দুবাইয়ে বর্ষবরণের রাতে চূড়ান্ত ট্রোলড রাহুল


ভারতের টি-২০ দল: হার্দিক পাণ্ডিয়া (ক্যাপ্টেন), ঈশান কিশান (উইকেটককিপার), রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, সূর্যকুমার যাদব (সহঅধিনায়ক), দীপক হুডা, রাহুল ত্রিপাঠী,সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, হর্ষল প্যাটেল, উমরান মালিক, শিবম মাভি ও মুকেশ কুমার 


ভারতের ওয়ানডে দল: রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমান গিল,  বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটককিপার), ঈশান কিশান (উইকেটককিপার), হার্দিক পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক ও অর্শদীপ সিং।


সন্ধে ৭ থেকে শুরু হবে টি-২০ ম্যাচগুলি। ওয়ানডে ম্যাচের সময় দুপুর ১.৩০মিনিট। টিভিতে ম্যাচগুলি সম্প্রচার করবে স্টার স্পোর্টস। অনলাইনে স্ট্রিম করবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ। শ্রীলঙ্কা ফিরে যাওয়ার পর আসবে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। এই সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট। শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজ হওয়ার পর ভারতে আসছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া।