Kuldeep Yadav: যে দলে ছিলেন ব্রাত্য, সে দলকেই স্পিন কাঁটায় বিঁধলেন 'চায়নাম্যান'
কুলদীপ যাদব নিলেন বদলা!
নিজস্ব প্রতিবেদন: গতবছর কলকাতা নাইট রাইডার্সের (KKR) বেঞ্চ গরম করেছেন তিনি। সুযোগ পাননি নিজেকে প্রমাণ করার। কিন্তু কুলদীপ যাদব (Kuldeep Yadav) চলতি আইপিএলের ( IPL 2022) প্রায় প্রতি ম্য়াচেই বুঝিয়ে দিচ্ছেন যে, কেন (IPL 2022) এই মরশুমে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ২ কোটি টাকায় দলে নিয়েছে দেশের প্রতিভাবান 'চায়নাম্যান' স্পিনারকে!
মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে (Brabourne Stadium, Mumbai) রবিবাসরীয় আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস (KKR vs DC)। দিল্লির অলরাউন্ড পারফর্ম করে কলকাতাকে গুঁড়িয়ে দিয়েছে। দিল্লির ২১৫ রান তাড়া করতে নেমে কলকাতা গুটিয়ে যায় ১৭১ রানে। সৌজন্যে কুলদীপের দুরন্ত স্পেল।
এদিন নির্দিষ্ট কোটার চার ওভার বল করে কুলদীপ খরচ করেন ৩৫ রান। তুলে নেন চার উইকেট। হন ম্যাচের সেরাও। শ্রেয়স আইয়ার, প্যাট কামিন্স, সুনীল নারিন ও উমেশ যাদব হন কুলদীপের শিকার। যে কেকেআরে কুলদীপ ছিলেন ব্রাত্য, সে দলকেই স্পিন কাঁটায় বিঁধলেন এদিন। এর সঙ্গেই কেকেআরের বিরুদ্ধে দিল্লির বোলার হিসাবে সেরা পরিসংখ্যানে নিজের নাম নথিভুক্ত করালেন কুলদীপ।
(@DelhiCapitals) April 10, 2022
২০১৬ সালে কুলদীপ যোগ দেন কেকেআরে। ৪৫টি ম্যাচ খেলে তাঁর ঝুলিতে এসেছিল ৪০টি উইকেট। গড় ছিল ৩০.৯০। ২০২০ সালে কুলদীপ কেকেআরের হয়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছিলেন। দলের তারকা হয়ে ওঠেন বরুণ চক্রবর্তী। কুলদীপ চলে আসেন বেঞ্চে।
আরও পড়ুন: Virat Kohli-Dewald Brevis: যাঁর বলে উইকেট দিয়েছেন, ম্যাচের পর তাঁকেই দিলেন বাহবা! এটাই কোহলি
আরও পড়ুন: KKR vs DC, IPL 2022: ব্যাট হাতে আগুনে Prithvi-Warner, বল হাতে কামাল Kuldeep-এর! হারল কেকেআর