নিজস্ব প্রতিবেদন: বার্সেলোনার (Barcelona) ঘরের মাঠে ঢুকে তাদের হারিয়ে দিয়ে এল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। স্প্যানিশ ফুটবলের হাইভোল্টেজ মহারণ 'এল ক্লাসিকো'-তে (El Clasico) শেষ হাসি হাসল রিয়াল। রবিবার ন্যু ক্যাম্পে লুকাস ভাজকোয়েজ ( Lucas Vazquez) ও ডেভিড আলাবার (David Alaba) গোলে রিয়াল ২-১ হারিয়ে দিল বার্সেলোনাকে। বার্সার এক মাত্র গোল সের্জিও আগুয়েরোর (Sergio Aguero)। এই ম্যাচ জয়ের সুবাদে ফের লিগ শীর্ষে চলে এল কার্লো অ্যানসেলোত্তির স্কোয়াড। ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের মগডালে রিয়াল। সমসংখ্যক ম্যাচে গোল পয়েন্টের ফারাকে দুয়ে সেভিয়া।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: WT20: একপেশে ম্যাচে বিপর্যস্ত 'বিরাটবাহিনী', বিশ্বকাপে ভারতকে প্রথম হারাল Pakistan


এদিন ম্যাচের ৩২ মিনিটে এগিয়ে যায় রিয়াল। মাঝমাঠের কিছুটা আগে থেকে ভিনিসিয়াসের বাড়ানো পাস রডরিগো হয়ে পৌঁছে যায় দাভিদ আলাবার কাছে। রকেট গতির শটে তিনি গোলের ঠিকানা খুঁজে নেন। এদিন ম্যাচের ৩২ মিনিটে এগিয়ে যায় রিয়াল। মাঝমাঠের কিছুটা আগে থেকে ভিনিসিয়াসের বাড়ানো পাস রডরিগো হয়ে পৌঁছে যায় দাভিদ আলাবার কাছে। রকেট গতির শটে তিনি গোলের ঠিকানা খুঁজে নেন। প্রথমার্ধে ১-০ এগিয়ে মাঠ ছাড়া রিয়ালকে ৯৩ মিনিটে লুকাস ভাসকোয়েজ এগিয়ে দেন। মার্কো আসেনসিওর টের স্টেগেন রুখে দেন ঠিকই, তবে ফিরতি বলে ছুটে গিয়ে গোল করে দেন ভাসকোয়েজ। এরপর ম্যাচের শেষ মুহূর্তে ভাসকোয়েজ গোল করেও কিছু করতে পারেননি। রিয়াল ততক্ষণে ম্যাচের ভাগ্য লিখে দিয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)