'মেঘনাদ' মোদীর সঙ্গে ফের যুদ্ধ শুরু বোর্ডের

Updated By: Aug 26, 2014, 07:34 PM IST
'মেঘনাদ' মোদীর সঙ্গে ফের যুদ্ধ শুরু বোর্ডের

 

ওয়েব ডেস্ক: ঠিক যেন রামায়ণের মেঘনাদের মত মেঘের আড়াল থেকে যুদ্ধ শুরু করলেন ললিত মোদী। জমে উঠল ভারতীয় ক্রিকেট বোর্ড বনাম ললিত মোদীর লড়াই। বিসিসিআই-এর সাসপেনশন উপেক্ষা করে রঞ্জি ট্রফির দল ঘোষণা করল মোদির রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন। আরসিএর- সহসভাপতি আইনজীবী মেহমুদ আবদির অভিযোগ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ভুলপথে হাঁটছে। তারা অন্যায়ভাবে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনকে সাসপেন্ড করেছে।

তিনি বলেন, কোনও সংস্থাকে অবৈধ তখনই ঘোষণা করা যায় যখন ওই সংস্থার দাবিদার থাকে একাধিক সংগঠন। কিন্তু আরসিএ-র ক্ষেত্রে তেমন কোনও ঘটনা ঘটেনি। তাই তাদের রঞ্জি ট্রফিতে খেলা আটকাতে পারে না ভারতীয় বোর্ড। বিসিসিআই-এর সিদ্ধান্তের প্রতিবাদে ইতিমধ্যেই আদালতে গেছে আরসিএ। জয়পুর কোর্টে ২৮ অগাস্ট এই মামলার শুনানি হবে।

.