ওয়েব ডেস্ক: বিশ্বের সবথেকে বড় দুর্গাকে তো দেখে ফেললেন এবারের পুজোয়। ভারতে তো ক্রিকেট খেলাটাও একটা ধর্মই। শুধু ভারতই বা কেন, বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা, উপমহাদেশেই ক্রিকেট জনপ্রিয়। ওদিকে দিল্লিতে রমরমিয়ে চলছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ টেস্ট। ক্রিকেটের সময়ে সবথেকে বড় ব্যাট বল দেখতে খারাপ লাগবে না।
তাহলে নিশ্চয়ই ইচ্ছে করবে পৃথিবীর সবথেকে বড় ক্রিকেট ব্যাট এবং বলকে দেখতে।
বিশ্বের সবথেকে বড় ব্যাট কিংবা বল কিন্তু দুটোই ভারতে নয়। বরং, রয়েছে ভারতের প্রতিবেশী দুই দেশে।
বিশ্বের সবথেকে বড় ব্যাটটি রয়েছে বাংলাদেশে। ২০১১ সালের বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানানোর জন্য তৈরি করা হয়েছিল ওই ব্যাটটি। যেটা সারা দেশে ঘোরে। আর ক্রিকেট অনুরাগীদের সই এবং শুভেচ্ছায় ভরে ওঠে।


যদিও ২০১১-র বিশ্বকাপে মোটেই সেই ব্যাটের আকারের মতো পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ। বরং, ২০১৫-র বিশ্বকাপে বেশি ভাল পারফরম্যান্স করে তারা।
অন্যদিকে বিশ্বের সবথেকে বড় ক্রিকেট বলটা রয়েছে আবার পাকিস্তানে।

 

English Title: 
largest bat ball
News Source: 
Home Title: 

এতো বড় ক্রিকেট ব্যাট! বল! সত্যি?

এতো বড় ক্রিকেট ব্যাট! বল! সত্যি?
Yes
Is Blog?: 
No
Section: