কিউইদের বিরুদ্ধে ফের শ্রীলঙ্কা দলের নেতৃত্বে মালিঙ্গা

দক্ষিম আফ্রিকার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি সিরিজে ০-৩ ব্যবধানে হেরেছিল শ্রীলঙ্কা।

Updated By: Aug 25, 2019, 01:50 PM IST
কিউইদের বিরুদ্ধে ফের শ্রীলঙ্কা দলের নেতৃত্বে মালিঙ্গা

নিজস্ব প্রতিবেদন : ফের শ্রীলঙ্কা দলের নেতৃত্ব ফিরে পেলেন লাসিথ মালিঙ্গা। বিশ্বকাপের পর গত মাসেই কলোম্বোতে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ইয়র্কার স্পেশালিস্ট লাসিথ মালিঙ্গা। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন তিনি। দেশের মাটিতে কিউইদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে লঙ্কানদের নেতৃত্বে সেই ৩৫ বছর বয়সী লাসিথ মালিঙ্গা।

 

পয়লা সেপ্টেম্বর থেকে পাল্লেকেলেতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। লঙ্কানদের নেতৃত্বে লাসিথ মালিঙ্গা। মালিঙ্গার ডেপুটি নিরোশন ডিকওয়েলা। দক্ষিম আফ্রিকার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি সিরিজে ০-৩ ব্যবধানে হেরেছিল শ্রীলঙ্কা। সেই সিরিজের শ্রীলঙ্কা স্কোয়াড থেকে ৯ জন ক্রিকেটারকে কিউইদের বিরুদ্ধে দলে নেওয়া হয়নি। উল্লেখযোগ্য ভাবে বাদ পড়েছেন থিসারা পেরেরা। দলে নেই অ্যাঞ্জেলো পেরেরা, ধনঞ্জয় ডি'সিলভা, প্রিয়মল পেরেরা, সাডিরা সমরাবিক্রমা, সুরঙ্গা লাকমল, জেফেরি ভ্যান্ডেরাসে,  আসিস্থ ফার্নান্দো, কামিন্ডু মেন্ডিস। যাঁরা প্রত্যেকেই দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ছিলেন।

ঘরের মাঠে কিউইদের বিরুদ্ধে শ্রীলঙ্কার ১৫ সদস্যের স্কোয়াড দেখে নিন এক নজরে...
লাসিথ মালিঙ্গা(অধিনায়ক), নিরোশন ডিকওয়েলা(সহ-অধিনায়ক), আভিষ্কা ফার্নান্দো, কুশল জেনিথ পেরেরা, ধানুষ্কা গুনতিলক, কুশল মেন্ডিস, শেহান জয়সুরিয়া, ধনুষ শানাকা, ওয়াইনডু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, লাক্সান সান্দাকান, ইসুরু উদানা, কসুন রাজিথা, লাহিরু কুমারা, লাহিরু মাধুশাঙ্কা।

আরও পড়ুন - উইকেটে কচ্ছপ-কামড়! ৪৫ বলে শূন্য করেও ড্রেসিংরুমের হিরো কামিন্স

.