শেষ চারে ভারতকে দেখছেন না আজহার
দুই প্রাক্তনের দুই মত। আসন্ন বিশ্বকাপে ভারতের দৌড় নিয়ে পরস্পর বিরোধী ভবিষ্যৎবাণী করলেন দুই প্রাক্তন অধিনায়ক। " ভারতকে ফাইনালে দেখলে অবাক হব না', মত ছিল সৌরভের। তাঁর ১৮০ ডিগ্রি বিপরীতে হাঁটলেন মহম্মদ আজহারুদ্দিন। ফাইনালতো দূরের কথা, শেষ চারে পৌঁছানোটাই ভারতের পক্ষে কঠিন হবে বলে জানালেন আজহার।
ওয়েব ডেস্ক:দুই প্রাক্তনের দুই মত। আসন্ন বিশ্বকাপে ভারতের দৌড় নিয়ে পরস্পর বিরোধী ভবিষ্যৎবাণী করলেন দুই প্রাক্তন অধিনায়ক। " ভারতকে ফাইনালে দেখলে অবাক হব না', মত ছিল সৌরভের। তাঁর ১৮০ ডিগ্রি বিপরীতে হাঁটলেন মহম্মদ আজহারুদ্দিন। ফাইনালতো দূরের কথা, শেষ চারে পৌঁছানোটাই ভারতের পক্ষে কঠিন হবে বলে জানালেন আজহার।
১৫ ফেব্রুয়ারি বিশ্ব ক্রিকেট রণের মহামঞ্চে ডার্বি তে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান। বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত ভারতকে কখনও হারাতে পারেনি পাকিস্তান। মিসবা বাহিনীর বিরুদ্ধে ভারতের নিশ্চিত জয় দেখলেও শেষ চার ফেভারিটের তালিকায় ভারতকে রাখছেন না আজহার। "শেষ চারে পৌঁছাতে গেলে, ভারতকে প্রতিটি ম্যাচ জিততে হবে। ম্যাচ হারলে ভারতের পক্ষে কামব্যাক করা কঠিন হবে', মন্তব্য ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের।
দলে প্রতিভাবান ক্রিকেটার থাকলেও পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়াটা সহজ হবে না বলেও মত তাঁর। আজহার বলেছেন, " ভারতে প্রতিভাবান ক্রিকেটার আছেন। কিন্তু পরিস্থিতি অনুযায়ী তাদের নিজেদের খেলার পরিবর্তন করতে হবে'। বিশ্বকাপে দলের চোট আঘাত ভারতকে বিবিধ সমস্যায় ফেলতে পারে বলেও মত তাঁর।