সঙ্গী খুঁজছেন লিয়েন্ডার
ডবলসে সঙ্গী বাছাই নিয়ে সমস্যায় লিয়েন্ডার। নতুন পার্টনারের খোঁজে পেজ। বেগামেনের সঙ্গে সামনের বছর আর খেলবেন না তেতাল্লিশ বছর বয়সি এই তারকা।
![সঙ্গী খুঁজছেন লিয়েন্ডার সঙ্গী খুঁজছেন লিয়েন্ডার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/11/18/70597-leander.jpg)
ব্যুরো:ডবলসে সঙ্গী বাছাই নিয়ে সমস্যায় লিয়েন্ডার। নতুন পার্টনারের খোঁজে পেজ। বেগামেনের সঙ্গে সামনের বছর আর খেলবেন না তেতাল্লিশ বছর বয়সি এই তারকা।
গ্র্যান্ডস্ল্যামে মিক্সড ডবলসে ধারাবাহিক সাফল্য থাকলেও পুরুষদের ডবলসে সাম্প্রতিক সাফল্য নেই । কিন্তু দুটি ডবলস মিলিয়ে নতুন রেকর্ড গড়ার খুব কাছে দাঁড়িয়ে লিয়েন্ডার পেজ । তবে ডবলসে সঙ্গী বাছাই নিয়ে সমস্যায় লি। গত কয়েক বছর ধরে বারবার জুটি পরিবর্তন করলেও পুরুষদের ডাবলসে সাফল্য পাননি এই কিংবদন্তী। সাম্প্রতি জার্মানির আন্দ্রে বেগামেনের সঙ্গে খেললেও আশানরূপ ফল হয়নি। সব মিলিয়ে যোগ্য সঙ্গী বাছতে গিয়ে বেশ সমস্যায় লি।
বেগামেনের সঙ্গে সামনের বছর আর খেলবেন না তেতাল্লিশ বছর বয়সি এই তারকা। নতুন বছরে নতুন সঙ্গীর খোঁজে লিয়েন্ডার।