৫ বছর পর টেনিস কোর্টে পেজ-ভুপতি জুটি, মিটবে কি দুরত্ব?

দুরত্ব কি মিটতে চলেছে ভারতীয় টেনিসের সেরা জুটির? আবার কি টেনিস কোর্টে এক সঙ্গে দেখা যাবে মহেশ ভূপতি এবং লিয়েন্ডর পেজকে?সেই সম্ভাবনাই তৈরি হয়েছে। ভূপতির ইন্টারন্যাশনাল প্রিমিয়ার টেনিস লিগে খেলতে পারেন পেজ। সূত্রের খবর আইপিটিএলে খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছেন তিনি। গতবছর আইটিপিএল থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন লিয়েন্ডার। এমনকি তাঁকে খেলার আমন্ত্রণ জানালেও খেলতে রাজি হননি পেজ। কিন্তু এবছর নাকি পুরনো অবস্থান থেকে সরে এসে আইপিটিএলে খেলতে রাজি হয়েছেন ভারতের এই কিংবদন্তি টেনিস খেলোয়াড়। বছরের শেষের দিকে শুরু হবে আইটিপিএলের দ্বিতীয় মরসুম। এবছর আইটিপিএলে খেললে প্রায় ৫ বছর পর ফের একসঙ্গে দেখা যাবে পেজ-ভুপতিকে। এদের জুটি যদি ভারতীয় টেনিসে আবার ফিরে আসে তাহলে রিও অলিম্পিকে ডবলসে ভারতের পদক জয়ের স্বপ্ন দেখছেন ক্রীড়াপ্রেমিরা।

Updated By: Apr 11, 2015, 07:29 PM IST
৫ বছর পর টেনিস কোর্টে পেজ-ভুপতি জুটি, মিটবে কি দুরত্ব?

ওয়েব ডেস্ক: দুরত্ব কি মিটতে চলেছে ভারতীয় টেনিসের সেরা জুটির? আবার কি টেনিস কোর্টে এক সঙ্গে দেখা যাবে মহেশ ভূপতি এবং লিয়েন্ডর পেজকে?সেই সম্ভাবনাই তৈরি হয়েছে। ভূপতির ইন্টারন্যাশনাল প্রিমিয়ার টেনিস লিগে খেলতে পারেন পেজ। সূত্রের খবর আইপিটিএলে খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছেন তিনি। গতবছর আইটিপিএল থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন লিয়েন্ডার। এমনকি তাঁকে খেলার আমন্ত্রণ জানালেও খেলতে রাজি হননি পেজ। কিন্তু এবছর নাকি পুরনো অবস্থান থেকে সরে এসে আইপিটিএলে খেলতে রাজি হয়েছেন ভারতের এই কিংবদন্তি টেনিস খেলোয়াড়। বছরের শেষের দিকে শুরু হবে আইটিপিএলের দ্বিতীয় মরসুম। এবছর আইটিপিএলে খেললে প্রায় ৫ বছর পর ফের একসঙ্গে দেখা যাবে পেজ-ভুপতিকে। এদের জুটি যদি ভারতীয় টেনিসে আবার ফিরে আসে তাহলে রিও অলিম্পিকে ডবলসে ভারতের পদক জয়ের স্বপ্ন দেখছেন ক্রীড়াপ্রেমিরা।

.