লিয়েন্ডার পেজ এবার ফুটবলে
ভারতীয় ফুটবলে নতুন অক্সিজেন। লিয়েন্ডার পেজ এবার ফুটবলে। না খেলোয়াড় হিসেবে নন, ভারতীয় ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হতে চেয়েছেন ভারতের এই কিংবদন্তী টেনিস তারকা। ভারতীয় টেনিস সার্কিটে তিনি সোমদেব-বোপান্নাদের আইডল।
ভারতীয় ফুটবলে নতুন অক্সিজেন।
লিয়েন্ডার পেজ এবার ফুটবলে।
না খেলোয়াড় হিসেবে নন, ভারতীয় ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হতে চেয়েছেন ভারতের এই কিংবদন্তী টেনিস তারকা।
ভারতীয় টেনিস সার্কিটে তিনি সোমদেব-বোপান্নাদের আইডল।
শুধুমাত্র সঙ্গী মহেশ ভূপতি বা অন্য কাউকে নিয়ে একের পর এক গ্র্যান্ডস্লাম জয়ই নয়।
পঁয়ত্রিশোর্ধ্ব লিয়েন্ডার পেজের এখনও ট্রফি জয়ের যে খিদে রয়েছে,তা যেন আরও উদ্বুদ্ধ করছে টেনিসের ইয়ং জেনারেশনকে।
আর লিয়েন্ডারের এই ভাবমূর্তিকে কাজে লাগাতে পারে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
এফপিএ-র অনুষ্ঠানে এসে ভারতীয় টেনিসের প্রিয় `লি` ভারতীয় ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন।
এআইএফএফয়ের সহসভাপতি সুব্রত দত্ত দারুণ খুশি লিয়েন্ডারের এই ইচ্ছাপ্রকাশে।
তিনি জানিয়েছেন,খুব শীঘ্রই এই বিষয়টি এআইএফএফ সভাপতি প্রফুল্ল প্যাটেলকে জানাবেন।