IPL 2021: বায়ো বাবলে ক্লান্ত আরেক ইংরেজ ক্রিকেটার! ফিরে গেলেন দেশে

ক্রিকেটের জন্য গত এক বছর বায়ো বাবলে থেকেছেন তিনি৷ আইপিএলে হাঁসফাঁস করছিলেন ক্লান্তিতে৷

Updated By: Apr 21, 2021, 05:45 PM IST
IPL 2021: বায়ো বাবলে ক্লান্ত আরেক ইংরেজ ক্রিকেটার! ফিরে গেলেন দেশে

নিজস্ব প্রতিবেদন: ক্রিকেটের জন্য গত এক বছর বায়ো বাবলে থেকেছেন তিনি৷ আইপিএলে (IPL 2021) হাঁসফাঁস করছিলেন ক্লান্তিতে৷ অগত্যা রাজস্থান রয়্যাল (Rajasthan Royals) ছেড়ে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone)৷ গত সোমবারই তিনি দেশে ফিরে গিয়েছেন৷ রাজস্থান ট্যুইট বার্তায় লিখেছে, "লিয়াম লিভিংস্টোন দেশে ফিরে গিয়েছেন গত রাতে৷ গত এক বছর বায়ো বাবল ক্লান্তির জন্য ও এই সিদ্ধান্ত নিয়েছে৷ আমরা ওর অবস্থাটা বুঝতে পেরেছি৷ লিভিংস্টোনের সিদ্ধান্তের প্রতি আমরা শ্রদ্ধাশীল৷ আমরা যে ভাবে পারব ওকে সমর্থন করে যাব৷" 

আরও পড়ুন:MS Dhoni ম্যাচের আগে কখনও টিমের কাউকে শুভেচ্ছা জানান না! কিন্তু কেন?

দেখতে গেলে একের পর এক ধাক্কা খেয়েই চলেছে রাজস্থান শিবির৷ প্রথম ম্যাচ খেলেতে নেমেই আঙুল ভেঙে দেশে ফিরে গিয়েছেন বেন স্টোকস (Ben Stokes)। এই চোটের কারণেই এখনও মাঠে নামতে পারেননি জোফ্রা আর্চার (Jofra Archer)। এই অবস্থায় লিভিংস্টোনের চলে যাওয়া অবশ্যই বড় ধাক্কা সঞ্জু স্যামসনদের শিবিরে৷ এই মরসুমে লিভিংস্টোন রিজার্ভ বেঞ্চেই ছিলেন৷ একটি ম্যাচও তাঁকে খেলায়নি রাজস্থান। লিভিংস্টোন কিন্তু প্রথম নন, এর আগে মিচেল মার্শ (Mitchell Marsh) সানরাইজার্স হায়দরাবাদকে (Sunrisers Hyderabad) বলেছিলেন, যে তিনিও বায়োবাবলে ক্লান্ত৷ খেলবেন না আইপিএল৷ অন্যদিকে বিগ ব্যাশ লিগ থেকেও টম ব্যান্টন ও টম কারানের মতো প্লেয়াররা নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন৷ জৈব সুরক্ষা বলয়ে দীর্ঘদিন থাকার পর অনেকেই ক্লান্ত হয়ে যাচ্ছেন৷

.