জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফুটবল ম্যাচ চলাকালীন ট্র্যাজিক ঘটনা ঘটে যায় মাঠের মধ্যেই। বৃষ্টির জন্যই মাঠ ছেড়ে যাচ্ছিলেন ফুটবলারেরা। তখনই ঘটে বজ্রপাত। তাতে মৃত্যু হল এক ফুটবলারের। এবং মৃত্যুর সঙ্গে লড়ছেন এক জন। আহত আরও তিন জন। রবিবার এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পেরুতে। শোকের ছায়া নেমে এসেছে দেশের ফুটবলে।
পেরুর দুই ক্লাব জুভেন্তুদ বেয়াভিস্তা এবং ফ্যামিলিয়া চোক্কার খেলা হচ্ছিল হুয়ানকায়ো শহরে। জানা গিয়েছে, ওই দুই দলের ম্যাচের সময় বৃষ্টি শুরু হয়। ফলে মাঠের মধ্যেই জল জমে গিয়েছিল। বাধ্য হয়ে রেফারি যখন দুই দলকে নির্দেশ দেই খেলা বন্ধ করার জন্য ঠিক সেই মুহূর্তে বজ্রপাত হয় ফুটবলার হোসে হুগো দে লা ক্রুজ় মেসার উপরে।
সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যান তিনি। একই ভাবে তাঁর আশেপাশের খেলোয়াড়রাও পড়ে যান। সবাইকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই মেসার মৃত্যু হয়। কিন্তু বাকিদের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় পুলিশকর্তারা সিজ়ার রামোস জানিয়েছেন, মেসা হাতে একটি ধাতব বালা পরেছিলেন। সম্ভবত সে কারণেই মৃত্যু হয়েছে তাঁর।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
ম্যাচ চলাকালীন বজ্রপাত! মৃত এক ফুটবলার, আহত অনেকেই...