চোট সারতেই মেসি ফের `গোলপুরে`, বার্সা `জয়-পুরে`

লা লিগা খেতাবের আরও কাছে পৌঁছে গেল বার্সেলোনা। দুবার পিছিয়ে পড়েও রিয়াল বেটিসের বিরুদ্ধে ৪-২ গোলে রুদ্ধশ্বাস জয় পেল টিটো ভিলানোভার দল। পরিবর্ত হিসাবে মাঠে নেমে জোড়া গোল করেন লিওনেল মেসি। রবিবার রাতে ম্যাচের শুরুটা অবশ্য ভাল হয়নি বার্সেলোনার। ডোরলান প্যাবনের গোলে এগিয়ে যায় বেটিস। কিছুক্ষণের মধ্যেই অবশ্য অ্যালেক্সিস স্যাঞ্চেসের গোলে সমতা ফেরায় স্প্যানিশ জায়েন্টরা।

Updated By: May 6, 2013, 06:35 PM IST

লা লিগা খেতাবের আরও কাছে পৌঁছে গেল বার্সেলোনা। দুবার পিছিয়ে পড়েও রিয়াল বেটিসের বিরুদ্ধে ৪-২ গোলে রুদ্ধশ্বাস জয় পেল টিটো ভিলানোভার দল। পরিবর্ত হিসাবে মাঠে নেমে জোড়া গোল করেন লিওনেল মেসি। রবিবার রাতে ম্যাচের শুরুটা অবশ্য ভাল হয়নি বার্সেলোনার। ডোরলান প্যাবনের গোলে এগিয়ে যায় বেটিস। কিছুক্ষণের মধ্যেই অবশ্য অ্যালেক্সিস স্যাঞ্চেসের গোলে সমতা ফেরায় স্প্যানিশ জায়েন্টরা।
কিন্তু বিরতির আগে রুবেন পেরেজের অনবদ্য গোলে ম্যাচে দ্বিতীয়বারের জন্য এগিয়ে যায় রিয়াল বেটিস। দ্বিতীয়ার্ধের শুরুতে ড্যানি আলেভেজের ক্রশে মাথা ছুঁইয়ে বার্সাকে সমতায় ফেরান ডেভিড ভিয়া। পরিবর্ত হিসাবে মাঠে নামার তিন মিনিটের মধ্যেই ম্যাজিক দেখান মেসি। অনবদ্য ফ্রিকিক থেকে গোল করে বার্সাকে ম্যাচে প্রথমবারের জন্য এগিয়ে দেন আর্জেন্টিনীয় সুপারস্টার। লা লিগায় টানা ২১ ম্যাচে গোল করলেন লিও মেসি।
খেলা শেষ হওযার আগে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে বার্সেলোনার জয় নিশ্চিত করে দেন বিশ্ব ফুটবলের সেরা তারকা। বাকি ম্যাচগুলো থেকে মাত্র দু পয়েন্ট পেলেই লা লিগা খেতাব নিশ্চিত করে ফেলবে বার্সেলোনা।

.