WATCH | Lionel Messi: এমবাপে ২, নেইমার ১, তবে লিওর ফ্রি-কিক চোখের আরাম, দেখুন শুধু...
Lionel Messi scores winner from free kick as PSG defeat LOSC: জোড়া গোল করলেন এমবাপে, নেইমারের পা থেকেও এল গোল। তবে সব ছাপিয়ে আলোচনায় শুধুই লিও। অনবদ্য ফ্রি-কিকে মেসির গোলেই এল পিএসজি-র শেষ মুহূর্তে জয়। মেসির ফ্রি-কিক নিয়েই এখন চলছে আলোচনা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফরাসি ফুটবল লিগ লিগ ওয়ানের (Ligue 1) ফার্স্ট বয় পিএসজি (Paris Saint-Germain), ঘরের মাঠ পার্স দে প্রিন্সেসে (Parc des Princes) রুদ্ধশ্বাস জয় পেয়েছে লিলের বিরুদ্ধে (PSG vs Lille)। পিএসজি ৪-৩ গোলে জয় পেয়েছে ম্যাচে। প্যারিসের জার্সিতে স্কোরশিটে নাম লিখিয়েছেন দলের তিন মহারথীই। কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) জোড়া গোল করেছেন। গোল পেয়েছেন নেইমার (Neymar)। তবে চর্চায় একজনই, 'ওয়ান অ্যান্ড অনলি' লিওনেল মেসি (Lionel Messi)। বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইনই ম্যাচে ফারাক গড়ে দিয়েছেন।
৯৪ মিনিট পর্যন্ত স্কোর ছিল ৩-৩। তবে সংযুক্ত সময়ে (৯০+৫) মেসি যে ম্যাজিক করলেন, তা চোখে না দেখলে হবে না, শব্দে ব্যাখ্যা করা সম্ভব নয়। বক্সের বাইরে থেকে মেসির নেওয়া অনবদ্য সোয়ারভিং ফ্রি-কিক দ্বিতীয় পোস্টের কোণ ঘেষে তে-কাঠিতে ঢুকে যায়। প্রতিবেদনের সঙ্গেই গোলের ভিডিয়ো জুড়ে দেওয়া হল। দেখে নিন একবার বা বারবার। মেসি ফ্রি-কিকে গোল করার জন্য সেঅর্থে পরিচিত নন, তবে তাঁর ফ্রি-কিকগুলি যেন অংক কষে মাপা থাকে। গোলের পরেই গ্যালারিতে শোনা যায় সেই চেনা মেসি...মেসি...মেসি... (Messi...Messi...Messi) শব্দব্রহ্ম।
আরও পড়ুন: ISL 2022-23: ঘরের মাঠে ধরাশায়ী মুম্বই, আইএসএলে জয়ের সরণীতে ইস্টবেঙ্গল
ম্যাচের জোড়া গোলদাতা এমবাপে ম্যাচের পর বলেন, 'ম্যাচ অসাধারণ ছিল না ঠিকই। আমরা প্রচুর ভুল করেছি। কিন্তু আমরা দেখিয়েছি যে, পরিস্থিতি যখন অনুকূলে থাকে না, তাও আমরা এগিয়ে যেতে পারি। এই দলটাই আলাদা। প্রতিবারই এমন হবে।' মেসিতে মজে আছেন সের্জিও ব়্যামোস। ম্যাচের পর তিনি বলেন, 'আমি আর মেসির কাণ্ডকারখানায় চমকাই না। বার্সায় ও যেভাবে ম্যাচের ভাগ্য গড়ে দিত, এখানেও সেটা করছে। আমি খুশি যে, ও আমার দলে খেলে। আবারও বলব ওকে সতীর্থ হিসেবে পাওয়া অনেক ভালো। মেসিকে যে প্রতিপক্ষই দেওয়া হোক না মেসির উত্তর দ্রুতই থাকে।'