Lionel Messi: বেজিংয়ে পুলিসের হাতে আটক হয়ে কোন অদ্ভুত প্রশ্ন করলেন মেসি? জেনে নিন
লিও মেসিকে চিনে ঢুকতে বাধা দিল সীমান্ত আধিকারিকরা। অপ্রত্যাশিত ভুল করে ফেলেছেন লিয়ো। যার জন্য় সাতবারের ব্যালন ডি`অর জয়ীকে ভোগান্তি পোহাতে হল।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: লিওনেল মেসি (Lionel Messi) আপাতত চিনে (Lionel Messi is in China)। সঙ্গে এসেছে তাঁর ভুবনজয়ী আর্জেন্টিনা (Argentina)। ২০১৭ সালের পর বেজিংয়ে এই প্রথমবার লিও। ফের একবার এশিয়ার মাটিতে তিনি পা রেখছেন প্রীতি ম্যাচ খেলার জন্য। আগামী ১৫ জুন লিওনেল স্কালোনির (Lionel Scaloni) শিষ্যরা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার (Australia)। কিন্তু মেসি চিনে পা রাখার পরেই তাঁকে চিন সীমান্তে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। তাঁকে বিমানবন্দরের আটক করতেই নিরাপত্তারক্ষীদের একটি অদ্ভুত প্রশ্ন করেন মেসি। তিনি জিজ্ঞাসা করেন, 'তাইওয়ান কি চিন নয়?' কিন্তু কেন এই প্রশ্ন করেন লিও!
১৫ জুন বেজিংয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলবে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। সেই ম্যাচ খেলতে মেসি ১০ জুন বেজিং বিমানবন্দরে নামেন। সেখানেই চিনের সীমান্ত পুলিস তাঁকে আটক করে। কিন্তু কেন?
আরও পড়ুন: Wrestlers Protest VS Brij Bhushan: পিছিয়ে গেল নির্বাচন, লড়তে পারবেন না অভিযুক্ত ব্রিজভূষণ
আরও পড়ুন: Tori Bowie Death: মর্মান্তিক ঘটনা! সন্তানের জন্ম দিতে গিয়ে চিরঘুমে অলিম্পিক্সে সোনাজয়ী অ্যাথলিট
মেসি যে পাসপোর্ট নিয়ে চিনে এসেছেন, তা দেখে একেবারেই সন্তুষ্ট হতে পারেননি সীমান্ত আধিকারিকরা। মেসির আর্জেন্টিনার পাশাপাশি স্পেনেরও নাগরিক। দ্বৈত নাগরিকত্বের জন্য লিয়োর রয়েছে দুই দেশেরই পাসপোর্ট। আর্জেন্টিনার হয়ে খেলতে এসেছেন তিনি। কিন্তু ভুল করে নিয়ে এসেছেন স্পেনের পাসপোর্ট। মেসি জানান যে, তিনি আর্জেন্টিনার পাসপোর্ট নিয়ে আসেননি। প্রায় দু'ঘণ্টা পর মেসি ভিসা পান। তারপর তিনি পা রাখতে পারেন চিনে। যদিও এরপর আর কোনও অসুবিধাই হয়নি সাতবারের ব্যালন ডি'অর জয়ীর। মেসি পুরো দমে চিনে অনুশীলন করতে শুরু করে দিয়েছেন। তাঁর শুধু মাঠে নামার অপেক্ষা।
যদিও স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, মেসি আর্জেন্টিনার পাসপোর্টের বদলে স্পেনের পাসপোর্ট নিয়ে চিনে নেমেছিলেন। সেই পাসপোর্ট থাকলে তাইওয়ানে যাওয়া যায়। কিন্তু সেখানে চিনে থাকার ভিসা ছিল না। মেসি ভেবেছিলেন, তাইওয়ানে যেতে পারলে তিনি চিনেও যেতে পারবেন। সেই কারণে তাঁকে আটক করার পরে মেসি প্রশ্ন করেন, যে তাইওয়ান কি চিন নয়!
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)