Love Birds, IPL 2022: খেলার মাঝেই RCB সমর্থককে প্রেম নিবেদন করলেন ‘ফ্যান গার্ল’! মজা করলেন Wasim Jaffer

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ১১ তম ওভারের শেষ বল হওয়ার আগে হাঁটু মুড়ে বসে এক তরুণকে প্রপোজ করছেন ওই তরুণী।  

Updated By: May 6, 2022, 12:12 AM IST
Love Birds, IPL 2022: খেলার মাঝেই RCB সমর্থককে প্রেম নিবেদন করলেন ‘ফ্যান গার্ল’! মজা করলেন Wasim Jaffer
জনসমক্ষে প্রেম নিবেদনের সেই মুহূর্ত।

নিজস্ব প্রতিবেদন: ক্রিকেট, ফুটবল কিংবা অন্য ধরনের খেলা, ম্যাচের মাঝে প্রেম নিবেদনের পর্ব আগেও ঘটেছে। ব্যাপারটা একেবারেই নতুন নয়। কিন্তু যতবার এমন মুহূর্ত চোখের সামনে হাজির হয়, তখন সেটা মন ছুঁয়ে যায়। আর সোশ্যাল মিডিয়ার যুগে এমন মুহূর্ত ভাইরাল হতে একেবারেই সময় লাগে না।

বুধবার পুনের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংসের (RCB vs CSK) ম্যাচ চলার সময় এমনই মুহূর্ত তৈরি করলেন আরসিবি-র এক ‘ফ্যান গার্ল’। বিরাট কোহলির দলের এক তরুণ ভক্তকে সবার সামনে প্রেম নিবেদন করে বসলেন। সেই ভিডিও ভাইরাল হতেই আবার মজার টুইট করলেন ওয়াসিম জাফর (Wasim Jaffer)।

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Fox Cricket (@foxcricket)

বুধবার পুণেতে সিএসকের (CSK) বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে আরসিবি (RCB)। রান তাড়া করতে নেমে ভাল শুরু করেছিল সিএসকে। কিন্তু পরপর কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। সিএসকে-এর ইনিংসের ১১তম ওভারের সময় আরসিবি-র সমর্থক এক তরুণকে প্রপোজ করেন ওই তরুণী। সেই সময় চেন্নাইয়ের স্কোর ছিল ১০.৫ ওভারে তিন উইকেটে ৭৯ রান। ঠিক সেই সময় প্রপোজ করলেন রয়্যাল আরসিবি ভক্ত এক তরুণী। উত্তরে ‘ইয়েস’ বললেন তরুণ। যিনি নিজেও আরসিবির ফ্যান। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ১১ তম ওভারের শেষ বল হওয়ার আগে হাঁটু মুড়ে বসে এক তরুণকে প্রপোজ করছেন ওই তরুণী। তরুণ ‘ইয়েস’ বলার পর তরুণী তাঁকে আংটি পরিয়ে দেন। তারপর একে অপরকে জড়িয়ে ধরেন। দু'জনেই আবার আরসিবির ভক্ত। তরুণ বিরাট কোহলিদের আরসিবি জার্সি পরেছিলেন। ব্যাঙ্গালোরের জার্সি না পরলেও বিরাটদের সঙ্গে ‘ম্যাচিং’ থাকা লাল জামা এবং কালো প্যান্ট পরেছিলেন তরুণী। সেই প্রপোজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন: MS Dhoni, IPL 2022: RCB-র বিরুদ্ধে হারতেই মেজাজ হারালেন ‘Captain Cool’! কিন্তু কেন?

আরও পড়ুন: Virat Kohli, IPL 2022: RCB জিতলেও ধীর গতির ব্যাটিংয়ের জন্য সমালোচিত ‘King Kohli’

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.