Mahesh Theekshana: দেশকে দিয়েছেন এশিয়া কাপ, এবার সেনার সম্মান থিকশানাকে
২২ বছরের স্পিনার অসাধারণ স্পোর্টিং কৃতিত্বের জন্যই পেলেন সেনাতে এই ব়্যাঙ্ক। সেনার সদর দফতরে শুধু থিকশানাই নন, শ্রীলঙ্কার একাধিক ক্রীড়াব্যক্তিত্ব এসে বিশেষ সম্মানের সঙ্গেই পান নগদ অর্থ। ২২ বছরের স্পিনার অসাধারণ স্পোর্টিং কৃতিত্বের জন্যই পেলেন সেনাতে এই ব়্যাঙ্ক।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শ্রীলঙ্কার ক্রিকেটার মহেশ থিকশানা (Mahesh Theekshana) সদ্য এশিয়া কাপ (Asia Cup 2022) জিতেছেন। মাঠে দারুণ পারফরম্যান্সের পুরস্কার এবার পেলেন মাঠের বাইরে। শ্রীলঙ্কা সেনায় (Sri Lankan Army) তাঁর পদোন্নতি হল। থিকশানাকে লেফ্টেনান্ট জেনারেল ভিকুম লিয়াঙ্গে বিশেষ সম্মানে ভূষিত করেন। ২২ বছরের স্পিনার অসাধারণ স্পোর্টিং কৃতিত্বের জন্যই পেলেন সেনাতে এই ব়্যাঙ্ক। সেনার সদর দফতরে শুধু থিকশানাই নন, শ্রীলঙ্কার একাধিক ক্রীড়াব্যক্তিত্ব এসে বিশেষ সম্মানের সঙ্গেই পান নগদ অর্থ। আইপিএলে এমএস ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) খেলা থিকশানা দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগে জোহানেসবার্গ সুপার কিংসের (Johannesburg Super Kings) হয়ে খেলবেন। তার আগে অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন টি-২০ বিশ্বকাপে (ICC Men's T20 World Cup) খেলবেন থিকসানা। যাঁকে পরবর্তী মেন্ডিস হিসাবে ধরা হচ্ছে।
অন্যদিকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। দলের ডিরেক্টর অফ ক্রিকেট পদ থেকে তারা হেভিওয়েট টম মুডিকে সরিয়ে দিয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা সংবাদ এজেন্সি এএফপি-কে জানিয়েছেন যে, মুডি তিন বছরের চুক্তি ছিন্ন করা হয়েছে দুই পক্ষের সম্মতিতেই। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মুডিকে ডিরেক্টর অফ ক্রিকেট পদে নিয়োগ করা হয়েছিল। আগামী মাসে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগেই (T20 প্রাক্তন অজি অলরাউন্ডার শ্রীলঙ্কা ছেড়ে নিজের দেশে ফিরে যাবেন। দাসুন শনাকার শ্রীলঙ্কা সকলকে চমকে পাকিস্তানকে হারিয়ে সদ্যসমাপ্ত এশিয়া কাপ জেতে এই মুডি জমানায়। মুডিকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গে জানা যাচ্ছে যে, শ্রীলঙ্কা এমন একজনকেই চাইছে যে, অনেক বেশি সময় শ্রীলঙ্কায় কাটাতে পারবেন। অতীতে মুডি শ্রীলঙ্কার হেড কোচ হিসাবেও দায়িত্ব সামলেছেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)