ক্রীড়া আঙিনায় সাফল্যের জন্য সরকারি স্বীকৃতি পেযে আপ্লুত সকলেই
ওয়েব ডেস্ক: অতীতের কিংবদন্তী থেকে বর্তমানের তারকারা। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঝলমলে অনুষ্ঠানে সেরার সেরাদের হাতে পুরস্কর তুলে দিল রাজ্য সরকার। কিংবদন্তীদের পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একই অনুষ্ঠানে রাজ্যের মোট তেরোটা ক্লাবকে আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। নবীন প্রজন্ম থেকে অতীতের দিকপাল ক্রীড়াবিদদের নানা সন্মানে সন্মানিত করল রাজ্য সরকার । সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রাক্তন ও বর্তমান মিলিয়ে মোট চল্লিশ জন ক্রীড়াবিদের খেল সন্মান , বাংলার গৌরব সন্মান , ক্রীড়াগুরু সন্মান , জীবন কৃতি সন্মান, বিশেষ সন্মান সহ অনন্য সন্মান তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি । খেল সন্মান সন্মানিত করা হয়েছে চন্দন বাউরি , লিলি দাসের মত ক্রীড়াবিদদের , বাংলার গৌরব সন্মান সন্মানিত করা হয়েছে অশোক কুমার , অনিন্দিতা চক্রবর্তীর মত ক্রীড়াবিদদের । ক্রীড়া গুরু সন্মানে সন্মানিত হয়েছেন সজ্ঞয় সেনের মত সফল কোচেরা । বিশেষ সন্মান সন্মানিত হয়েছেন মৌমা দাসরা । অনন্য সন্মান তুলে দেওয়া হয় দীপা কর্মকারের হাতে । সন্মানিত হন দীপার কোচ বিশ্বেশ্বর নন্দীও । আর জীবন কৃতি সন্মান দেওয়া বদ্রু ব্যানার্জি আর নরেশ কুমারকে । ক্রীড়া আঙিনায় সাফল্যের জন্য সরকারি স্বীকৃতি পেযে আপ্লুত সকলেই ।
আরও পড়ুন আইপিএলের নিলামে দুধের সাধ ঘোলে মেটাতে হল কলকাতা নাইটরাইডার্সকে
এই অনুষ্ঠানে কলকাতার তিন প্রধান সহ ১৩টি ক্লাবকে উন্নয়নের জন্য ৫০ লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি । পাশাপাশি রাজ্যের ক্রীড়ানীতি কে আরও শক্তিশালী করার আহ্বান করেন মুখ্যমন্ত্রী ।
আরও পড়ুন একটি কোম্পানির সঙ্গে এত টাকার চুক্তি বিরাটের আগে কোনও ভারতীয় করেননি!