EPL চ্যাম্পিয়নদের মাটিতে নামিয়ে আনল ম্যান সিটি
ইপিএলে দুঃস্বপ্নের রাত চ্যাম্পিয়ন লিভারপুলের। সিটির মাঠে চার গোল হজম করতে হল য়ুর্গেন ক্লপের দলকে।
নিজস্ব প্রতিবেদন: ইপিএলে দুঃস্বপ্নের রাত চ্যাম্পিয়ন লিভারপুলের। সিটির মাঠে চার গোল হজম করতে হল য়ুর্গেন ক্লপের দলকে।
Fantastic or @ManCity #MCILIV pic.twitter.com/puzTLGdcfd
— Premier League (@premierleague) July 2, 2020
তিন দশক পর ইপিএল চ্যাম্পিয়ন হয়ে ইত্তিহাদ স্টেডিয়ামে খেলতে নেমেছিলেন সালাহরা। ম্যাচ শুরুর আগে চ্যাম্পিয়ন হওয়ার জন্য লিভারপুল ফুটবলারদের গার্ড অফ অনার দেন সিটি ফুটবলার-রা। এরপরেই মাঠে অবশ্য রেডসদের নিয়ে ছেলেখেলা করল পেপ গুয়ার্দিওয়ালার দল।
Welcoming the #MCILIV pic.twitter.com/mVq3qqi5Sq
— Premier League (@premierleague) July 2, 2020
শুরুটা চ্যাম্পিয়নের মতোই করে লিভারপুল। সালহার শট পোস্টে লেগে ফেরে। তারপরই গোলের সহজ সুযোগ নষ্ট করেন সাদিও মানে। তারপরই খেলা থেকে হারিয়ে যায় রেডসরা। প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় ম্যাঞ্চেস্টার সিটি। একে একে গোল করেন কেভিন ডি ব্রুইন, রহিম স্টার্লিং আর ফিল ফোডেন। ৬৬ মিনিটে চেম্বারলেনের আত্মঘাতী গোলে লজ্জা আরও বাড়ে লিভারপুলের। খেলার ইনজুরি টাইমে মাহরেজের গোল হ্যান্ডবলের কারণে বাতিল করে VAR। নাহলে পাঁচ গোল হজম করে মাঠ ছাড়তে হত ইপিএল জিতে ইতিহাস করা লিভারপুলকে।
আরও পড়ুন - ঋদ্ধি-ঋষভ-রাহুল; টিম ইন্ডিয়ার ফুল টাইম উইকেটকিপার হিসেবে কে এগিয়ে?