ম্যাঞ্চেষ্টার সিটির ফুটবলারদের জন্য গুয়ার্দিওলার ফতোয়া, 'নো পিজা'

তিনি যে কড়া হেডমাস্টার হতে চলেছেন তার ইঙ্গিত মরশুম শুরুর আগেই দিয়ে রাখলেন ম্যাঞ্চেষ্টার সিটির নয়া কোচ পেপ গুয়ার্দিওলা। ড্রেসিংরুমে জোড়া ফতোয়া জারি করতে চলেছেন বর্তমান ফুটবলের অন্যতম সেরা কোচ।

Updated By: Jul 20, 2016, 09:00 PM IST
ম্যাঞ্চেষ্টার সিটির ফুটবলারদের জন্য গুয়ার্দিওলার ফতোয়া, 'নো পিজা'

ব্যুরো: তিনি যে কড়া হেডমাস্টার হতে চলেছেন তার ইঙ্গিত মরশুম শুরুর আগেই দিয়ে রাখলেন ম্যাঞ্চেষ্টার সিটির নয়া কোচ পেপ গুয়ার্দিওলা। ড্রেসিংরুমে জোড়া ফতোয়া জারি করতে চলেছেন বর্তমান ফুটবলের অন্যতম সেরা কোচ।

অলিম্পিকে সবথেকে কম বয়সে পদক জেতা মানুষটার বয়স জানেন?

যা নিঃসন্দেহে খুশি করবে না সিটির ফুটবলারদের। প্রতি ম্যাচের শেষে ড্রেসিংরুমে এক ঘন্টা সময় কাটাতে হবে ফুটবলারদের। একসঙ্গে ডিনারও করতে হবে। সেক্ষেত্রে পরিবার বা স্ত্রীর সঙ্গে ডিনারও প্রয়োজনে বাদ দিতে হবে। সাফ জানিয়েছেন গুয়ার্দিওলা। অতীতে বিভিন্ন কোচের সময় ম্যাচের পর ড্রেসিংরুমে পিজা খেতেন ম্যান সিটির ফুটবলাররা। পিজা খাওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করছেন দলের নয়া হেড স্যার। বার্সেলোনা হোক অথবা বায়ার্ন মিউনিখ,অতীতে  যেখানেই কোচের দায়িত্বে থেকেছেন সেখানেই এই সব ফতোয়া জারি করেছিলেন গুয়ার্দিওলা।

 

 

.