ইপিএল-এর হাইভোল্টেজ ম্যাচে ম্যান ইউ-এর মুখোমুখি চেলসি

আজ রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ব্লকবাস্টার লড়াই। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মুখোমুখি হোসে মোরিনহোর চেলসি। মাঠের বাইরে ওয়েন রুনিকে নিয়ে দুই দলের টানাটানি বাড়তি মাত্রা যোগ করছে হাইপ্রোফাইল এই লড়াইয়ে।

Updated By: Aug 26, 2013, 09:08 PM IST

আজ রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ব্লকবাস্টার লড়াই। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মুখোমুখি হোসে মোরিনহোর চেলসি। মাঠের বাইরে ওয়েন রুনিকে নিয়ে দুই দলের টানাটানি বাড়তি মাত্রা যোগ করছে হাইপ্রোফাইল এই লড়াইয়ে।
ম্যান ইউ ম্যানেজার হিসাবে সোমবারই ওল্ড ট্র্যাফোর্ডে অভিষেক হতে চলেছে মোয়েসের। ইপিএলের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতলেও,চেলসি যে একেবারে অন্য ম্যাচ তা মেনে নিচ্ছেন ভ্যান পার্সিদের নতুন কোচ। মোরিনহোর দলের বিরুদ্ধে রুনিকে শুরু থেকে খেলিয়ে চমক দিতে পারেন ম্যান ইউ ম্যানেজার। রুনি খেললেও,অতি অবশ্যই ম্যান ইউয়ের সেরা বাজি গত ম্যাচে জোড়া গোল করা ডাচ স্ট্রাইকার ভ্যান পার্সিই।
মেগা ম্যাচের আগে মনস্তাত্বিক লড়াই অবশ্য শুরু করে দিয়েছেন চেলসি কোচ মোরিনহো। পর্তুগিজ কোচের বিরুদ্ধে একবারও জিততে পারেননি ডেভিড মোয়েস। সেই রেকর্ড অব্যাহত রাখতে চান বলে জানিয়েছেন চেলসি কোচ। পরপর দু ম্যাচ জিতে ইপিএলের শুরুটা দুরন্ত করেছে চেলসি। তাই ডেভিড লুইজের মত ডিফেন্ডার অনিশ্চিত হলেও খোশমেজাজে রয়েছেন ল্যাম্পার্ডদের কোচ।
অন্যদিকে ফুটবলারদের চোটাঘাতে জর্জরিত ম্যান ইউ কোচ। সোমবার রাতে সম্ভবত খেলতে পারবেন না রাফায়েল,নানি,অ্যাসলে ইয়ং আর জ্যাভিয়ার হার্নান্ডেজ। ম্যানেজার হিসাবে ওল্ড ট্র্যাফোর্ডে মোরিনহোর রেকর্ড এক কথায় অনবদ্য। সাতটা ম্যাচের মধ্যে মাত্র দুটোতে হেরেছেন রিয়ালের প্রাক্তন কোচ। ইপিএলের দলগুলোর মধ্যে চেলসির কাছে সবচেয়ে বেশিবার হেরেছে ম্যান ইউ। দুটো পরিসংখ্যাই কিছুটা হলেও চাপে রাখছে রেড ডেভিলদের। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন,সোমবারের মেগা ম্যাচে যে দলই জিতবে,তারা কিছুটা হলেও চ্যাম্পিয়নশিপের দৌড়ে মনস্তাত্বিক সুবিধা পাবে।

.