চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত গোল রোনাল্ডোর, ম্যাচ জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
পরিবর্ত হিসেবে মাঠে নামার সাত মিনিটের মধ্যেই গোল পেলেন। তিন মিনিট পরেই আবার গোল।
নিজস্ব প্রতিবেদন : চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্তাসের জার্সিতে গোলের খাতা খুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সিআর সেভেনের গোলে এগিয়ে গিয়েও নিজের পুরোনো ক্লাবের বিরুদ্ধে শেষ রক্ষা হল না। চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্তাসের ঘরের মাঠে রোমাঞ্চকর জয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের।
আরও পড়ুন - চ্যাম্পিয়ন্স লিগে ড্র করল বার্সা-পিএসজি, হারল লিভারপুল, জিতল অ্যাটলেটিকো
FT: Unlucky night at Allianz Stadium, but qualification is still in sight.#JuveMUFC #UCL #ForzaJuve pic.twitter.com/OvUzEerBnw
— JuventusFC (@juventusfcen) November 7, 2018
বুধবার চ্যাম্পিয়ন্স লিগে এইচ-গ্রুপের ম্যাচে ঘরের মাঠে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল জুভেন্তাস। গত মাসে প্রথম লেগে দিবালার গোলে জেতা জুভেন্তাস এদিন প্রথমার্ধে বেশ কয়েকবার বারপোস্টের বাধায় গোলের দেখা পায়নি। অবশেষে ৬৫ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা মেলে। সৌজন্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারকে পিছনে ফেলে লিওনার্দো বোনুচ্চির উঁচু করে বাড়ানো বল দুরন্ত এক ভলিতে জালে জড়ান রোনাল্ডো।চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্তাসের জার্সিতে এটাই তাঁর প্রথম গোল। আর ইউরোপ সেরার আসরে এটি ১২১ নম্বর গোল সিআর সেভেনের।
WHAT A GOAL FROM CRISTIANO RONALDO pic.twitter.com/9oypBzYY7u
— LewisMcinnes (@TheLewisMcinnes) November 7, 2018
৮৬ মিনিটে অসাধারণ এক ফ্রিকিকে ইউনাইটেডকে সমতায় ফেরান হুয়ান মাতা। তাও পরিবর্ত হিসেবে মাঠে নামার সাত মিনিটের মধ্যেই গোল পেলেন। তিন মিনিট পরেই আবার গোল। এবার মাতার ফ্রিকিক ঝাঁপিয়ে গোলরক্ষক বাঁচানোর পর ফিরতি বল গোলমুখে বোনুচ্চির মাথায় লাগার পর আলেক্স সান্দ্রোর গায়ে লেগে জালে জড়িয়ে যায়। আত্মঘাতী গোলে শেষ পর্যন্ত জুভেন্তাসের মাঠে রোনাল্ডোদের হারাল হোসে মোরিনহোর দল।চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে এইচ-গ্রুপের শীর্ষে আছে জুভেন্তাস। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
UNREAL pic.twitter.com/tAmDKpzyHx
— Ashley Young (@youngy18) November 7, 2018