নিজস্ব প্রতিবেদন: কিছুদিন আগেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লিখেছিলেন, "আমার কেরিয়ারে শুধু একটাই লক্ষ্য। বিশ্ব ফুটবলের ইতিহাসে যেন আমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে।" রোনাল্ডোর পা মাটিতে আছে বলেই সম্ভবত এমনটা তিনি এখনও বলেন। বহু আগেই পর্তুগিজ জাদুকরের নাম ফুটবল ইতিহাসে সোনার হরফে লিপিবদ্ধ করা হয়ে গিয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবার রোনাল্ডো এক অবিশ্বাস্য কীর্তি স্থাপন করে ফেললেন। ৮০০ গোলের শৃঙ্গ আরোহণ করলেন তিনি। অনন্য রেকর্ডের জন্য রোনাল্ডোকে 'কিংবদন্তি' সম্বোধন করে ট্যুইট করলেন যুবরাজ সিং (Yuvraj Singh) ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী মহাতারকা নিজে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ডাই-হার্ড ফ্যান। রোনাল্ডোর রেকর্ডের রাতে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না যুবি। বৃহস্পতিবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের নাটকীয় ম্যাচে লাইমলাইট কেড়ে নিয়েছেন রোনাল্ডো। ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড ৩-২ গোলে হারিয়েছে আর্সেনালকে। জোড়া গোল করেন দলের মহাতারকা রোনাল্ডো। কেরিয়ারের ৮০০ ও ৮০১ নম্বর গোলটিও করেন তিনি। 


আরও পড়ুন: Manchester-র জয়ের রাতে ৮০০ গোলের মালিক Ronaldo



সিনিয়র কেরিয়ারে সর্বোচ্চ গোল করার তালিকায় রোনাল্ডো দুয়ে আছেন বলেই ধরে নেওয়া হচ্ছে। তাঁর আগে রয়েছেন যোসেফ বাইকান (Josef Bican)। ১৯৩১-৫৬ পর্যন্ত ফুটবল খেলে বাইকান ৫৩০ ম্যাচে ৮০৫টি গোল করেছেন। তবে বাইকানের রেকর্ড ভাঙা রোনাল্ডোর কাছে এখন শুধু সময়ের অপেক্ষা। ৩৬ বছরেও রোনাল্ডো আগুনে ফুটবল খেলছেন। তাঁর ফিটনেস কোনও তরুণ ফুটবলারকে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারেন। দেখতে দেখতে মোট ১০৯৭ ম্যাচ খেলে ৮০১ গোল করে ফেললেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলার। ওল্ড ট্র্যাফোর্ডে দুই পর্ব মিলিয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে ১২৯ গোল হয়ে গেল রোনাল্ডোর। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০ গোল করেছেন তিনি। জুভেন্টাসের হয়ে পেয়েছেন ১০১ গোল। স্পোর্টিং লিসবনের হয়ে পাঁচটি গোল রয়েছে তাঁর। পর্তুগালের জার্সিতে রোনাল্ডোর এখন ১১৫ গোল।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)