ভারতীয় হকিতে করোনার হানা, আক্রান্ত হাফ ডজন খেলোয়াড়
মোট পাঁচজন হকি খেলোয়াড়ের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছিল।
নিজস্ব প্রতিবেদন: ভারতীয় হকি দলে করোনার হানা। একের পর এক তারকা হকি খেলোয়াড় করোনায় আক্রান্ত হচ্ছেন। এর আগে ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং সহ মোট পাঁচজন হকি খেলোয়াড়ের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছিল। এবার আক্রান্ত হলেন ভারতীয় পুরুষ হকি দলের তারকা খেলোয়াড় মনদীপ সিং। সবমিলিয়ে এই মুহূর্তে ভারতীয় পুরুষ হকি দলের মোট ছয় খেলোয়াড় করোনায় আক্রান্ত।
২০ অগাস্ট থেকে বেঙ্গালুরুতে ভারতীয় জাতীয় হকি দলের ক্যাম্প শুরু হতে চলেছে। তার আগে প্রত্যেক খেলোয়াড়ের করোনা পরীক্ষা করা হয়। সেখানেই পরীক্ষাতে একের পর এক হকি খেলোয়াড়ের করোনা সংক্রমণ ধরা পড়ছে। যদিও জলন্ধরের হকি খেলোয়াড় মনদীপ সিংয়ের শরীরে করোনার কোনও উপসর্গ নেই।
মনদীপের আগে যে সমস্ত খেলোয়াড়ের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে তাঁরা হলেন অধিনায়ক মনপ্রীত সিং, ডিফেন্ডার সুরেন্দর কুমার, জসকরণ সিং, কৃষাণ বি পাঠক এবং ড্র্যাগ ফ্লিকার বরুণ কুমার। জাতীয় হকি দলের খেলোয়াড়রা সাইয়ের বেঙ্গালুরুর সাউথ সেন্টারের শিবিরে যোগ দিয়েছেন। সেখানেই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসছে একের পর হকি তারকার।
আরও পড়ুন - IPL-এর মহাযজ্ঞে রামদেব! চিনা হটিয়ে দেশি স্পনসরের দৌড়ে 'পতঞ্জলি'