বয়সের কারচুপি! রঞ্জি ট্রফিতে এক বছরের জন্য নির্বাসিত মনজ্যোত্ কালরা

ক্লাব ম্যাচ খেলার বিষয়েও কালরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Updated By: Jan 2, 2020, 11:47 AM IST
বয়সের কারচুপি! রঞ্জি ট্রফিতে এক বছরের জন্য নির্বাসিত মনজ্যোত্ কালরা

নিজস্ব প্রতিবেদন: ২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে অপরাজিত শতরান করেছিলেন দিল্লির মনজ্যোত্ কালরা। সেই কালরার বিরুদ্ধে বয়সের কারচুপির অভিযোগ তুলে রঞ্জি ট্রফি থেকে এক বছরের জন্য তাঁকে নির্বাসিত করল ডিডিসিএ।

দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিদায়ী অম্বুডসম্যান দুরেজ আহমেদ কালরার বিষয়ে তাঁর মেয়াদকালের শেষদিনে এই নির্দেশ দেন। রিপোর্টে বলা হয়েছে, অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৯-এর হয়ে খেলার সময় বয়সে কারচুপি করেছিলেন কালরা। যে কারণে চলতি মরশুমে রঞ্জি ট্রফি থেকে নির্বাসিত করা হল তাঁকে।

ক্লাব ম্যাচ খেলার বিষয়েও কালরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নয়া অম্বুডসম্যানের কাছে শাস্তি কমানোর দাবি করতেই পারে কালরা। কিন্তু ততদিন রঞ্জি কিংবা ক্লাব ক্রিকেটে খেলার বিষয়ে কালরার উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

আরও পড়ুন - I LEAGUE 2019-20: কাশ্মীরের কনকনে ঠান্ডাই ভাবাচ্ছে কিবুর দলকে

Tags:
.