নিজস্ব প্রতিনিধি- তিনি দিয়েগো মারাদোনার সতীর্থ। নাপোলির ফুটবলার। অথচ তাঁর জীবনে নেমে এল এমন ট্যাজেডি! জীবনের মৌলিক চাহিদাগুলিও মেটাতে পারছেন না পিয়েত্রো পুজন। ১৯৮৭ সালে নাপোলি যেবার সিরি আ জিতেছিল মারাদোনা ও পুজন তখন ওই দলের সদস্য ছিলেন। ইতালির সেই প্রাক্তন ডিফেন্ডারের এখন আশ্রয় বলতে কিছু নেই। লোকে দয়া করলে তবে দুটো খেতে পান। থাকেব ফুটপাথে। তাঁর মতো এমন একজন ফুটবলারের যে এতটা করুণ পরিণতি হতে পারে তা হয়তো কেউ স্বপ্নেও ভাবেননি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- গব্বরের বাড়িতে এল নতুন অতিথি, টুইট করে সুখবর দিলেন শিখর ধাওয়ান


ইতালির ক্রীড়া দৈনিক গাহেত্তা দেল্লো স্পোর্তে প্রথম পুজনের এই করুণ অবস্থায় কথা তুলে ধরেছিল। মাদকাসক্তির কারণে কেরিয়ার শেষ হয়েছিল। একই কারণে এবার তিনি জীবনের ম্যাচেও হেরেছেন। নাপোলি থেকে উত্তর-পূর্ব দিকে ১৪ কিমি দূরে আচেরার শহরের ফুটপাতেই দিন কাটছে তাঁর। দিন চলছে ভিক্ষা করে। নাপোলির প্রাক্তন ফুটবলারদের হোয়াটস অ্যাপ গ্রুপে একটি ভিডিও তুলেছিলেন পুজন নিজেই। তাঁর দুরাবস্থার বর্ণণা ছিল সেই ভিডিয়োতে। এর পরই হইচই পড়ে যায়। প্রতিভাবান ফুটবলারের এমন পরিণতি মেনে নিতে পারছেন না কেউই। 


আচেরার মেয়র রাফায়েলে লেত্তিয়েরি গাজেত্তা জানিয়েছেন, পুজনের মাদকাসক্তি কাটানোর জন্য অনেকবার চেষ্টা করেছেন তাঁরা। এমনকী মে মাসে করোনা পরিস্থিতিতে পুজনকে জরুরি সেবা প্রদান করা হয়েছিল বলে জানান তিনি। গাজেত্তা বলেছেন, ''আমরা বারবার বুঝিয়েও কোনও লাভ হয়নি। ওঁর সতীর্থরা ওকে বোঝালে কাজ হতে পারে হয়তো। মাদকাসক্তির জন্যই এমন অবস্থায় রয়েছে পুজন। ওকে আমরা আগেও সবরকমভাবে সাহায্য করেছি।''