গব্বরের বাড়িতে এল নতুন অতিথি, টুইট করে সুখবর দিলেন শিখর ধাওয়ান

প্রধানমন্ত্রীর এই পরামর্শ অক্ষরে অক্ষরে মেনে নিয়েছেন শিখর ধাওয়ান।

Edited By: সুমন মজুমদার | Updated By: Jun 27, 2020, 01:09 PM IST
গব্বরের বাড়িতে এল নতুন অতিথি, টুইট করে সুখবর দিলেন শিখর ধাওয়ান

নিজস্ব প্রতিনিধি- তিনি বরাবরই দেশি। তাঁর স্টাইল, হাঁটাচলা, শরীরী ভাষা, সবকিছুর মধ্যেই দেশি ব্যাপার রয়েছে। ব্যাট হাতে মাঠে নামলেও তিনি বোলারদের দেশি স্টাইলে ধোলাই করেন। করোনা পরিস্থিতির মাঝে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশি জিনিসের উপর আস্থা রাখতে বলেছেন। দেশের অর্থনীতি চাঙ্গা করতে হলে বিদেশী দ্রব্যের বদলে দেশজ জিনিসের প্রচলন বাড়াতে হবে। তবেই দেশের টাকা দেশের মানুষের হাতে থাকবে। অর্থনীতির অবস্থা আগের থেকে ভাল হবে। প্রধানমন্ত্রীর এই পরামর্শ অক্ষরে অক্ষরে মেনে নিয়েছেন শিখর ধাওয়ান। আর তাই বাড়িতে এনেছেন দেশি অতিথি।

শিখর ধাওয়ান টুইটারে দুটি ছবি পোস্ট করেছেন। সেখানে দুটি দেশি কুকুরের সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে। শিখর জানিয়েছেন, তিনি ওই দুটি কুকুরকে দত্তক নিয়েছেন। লকডাউন এর শুরুর সময় থেকেই ভারতীয় দলের ক্রিকেটাররা বাড়িতেই রয়েছেন। সারা বছর পরিবারের সঙ্গে সময় কাটানোর খুব একটা সুযোগ পান না ক্রিকেটাররা। তবে এখন পরিবারের সদস্যদের সঙ্গে চুটিয়ে মজা করছেন কোহলি, ধাওয়ান, পান্ডিয়ারা। স্ত্রী, ছেলে-মেয়ের সঙ্গে প্রায়ই কিছু না কিছু মজার ভিডিও শেয়ার করছেন ধাওয়ান। এদিন অবশ্য তিনি বাড়িতে আসা দুই নতুন অতিথি ছবি শেয়ার করলেন। লিখলেন, ''স্লয়ে ও ভেলেনটাইন আমাদের পরিবারের নতুন দুই সদস্য। ওদের দুজনকে আজই দত্তক নিলাম।''

আরও পড়ুন-  ক্লাস ওয়ানে পড়া বাচ্চা চালাচ্ছে JCB, বিরল প্রতিভা খুঁজে বের করেছেন সেহবাগ

একটি ছবিতে দেখা যাচ্ছে ধাওয়ান ওই দুই দেশি কুকুরের পিঠে হাত দিয়ে বসে রয়েছেন। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে ধাওয়ান তাঁর ছেলে জোরাবরের সঙ্গে বাড়ির দুই নতুন সদস্যকে নিয়ে রয়েছেন। নিউজিল্যান্ডের পেসার মিসেল ম্যাকলেঘান ধাওয়ানের ওই ছবির নিচে লিখেছেন, 'নাইস'। দেশি কুকুরদের এভাবে ভালোবেসে আপন করে নিয়েছেন ধাওয়ান। আর তাই গব্বরের প্রশংসায় পঞ্চমুখ অনেকেই।

.